MCQ
81. সমমানের তিনটি রেজিস্টর ডেল্টাতে সংযোগ করা আছে। যদি একে স্টারে রূপান্তরিত করা হয়, তবে-
স্টার নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহ, ডেল্টা নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহের চেয়ে কম হবে
উভয় নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহ সমান হবে
স্টার নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহ, ডেল্টা নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহের চেয়ে বেশি হবে
কোনোটিই নয়
82. যখন তামার তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন এর রেজিস্ট্যান্স---
হ্রাস পায়, যদি তারের ব্যাস হ্রাস পায়
বৃদ্ধি পায়, যদি তারের ব্যাস বৃদ্ধি পায়
হ্রাস পায়, যদি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়
বৃদ্ধি পায়, যদি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়
83. ইলেকট্রিক্যাল নেটওয়ার্কস সমাধানের ম্যাক্সওয়েলের লুপ কারেন্ট মেথড-
ব্রাঞ্চ কারেন্ট ব্যবহার করে
কারশফের ভোল্টেজ সূত্র ব্যবহার করে
সিঙ্গেল লুপ সার্কিটের মধ্যে সীমাবদ্ধ
একটি নেটওয়ার্ক রিডাকশন মেথড
84. যদি 100 Ω রেজিস্টরের আড়াআড়িতে 200V প্রয়োগ করা হয়, তবে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে
2A
200mA
0.5mA
1/2A
85. একটি সার্কিটের নর্টন সমতুল্য, একটি 4 Ω রেজিস্টরের সাথে প্যারালেলে 2A কারেন্ট সোর্স দ্বারা গঠিত। এ সার্কিটের খেভেনিন সমতুল্য হলো একটি 4 Ω রেজিস্টরের সাথে সিরিজে একটি- ভোল্ট সোর্স।
0.5
2
6
8
86. 220V লাইনে ফ্যান ও হিটারের 100W এবং 1000W হলে, রেজিস্ট্যান্সের মান কী হবে?
ফ্যানের রেজিস্ট্যান্স বেশি, হিটারের কম
দুটির রেজিস্ট্যান্স একই হবে
হিটারের রেজিস্ট্যান্স ফ্যানের থেকে বেশি হবে
কোনোটিই হবে না
87. একটি ভোল্টেজ সোর্সে---
সোর্স ই.এম.এফ. এবং টার্মিনাল ভোল্টেজ সর্বদাই সমান হয়
টার্মিনাল ভোল্টেজ সর্বদাই সোর্স ই.এম.এফ-এর চেয়ে কম হয়
টার্মিনাল ভোল্টেজ কোনো সময়েই সোর্স ই.এম. এফ.-এর চেয়ে বেশি হয় না
টার্মিনাল ভোল্টেজ সোর্স ই.এম.এফ.-এর চেয়ে কোনো সময় বেশি হতে পারে, আবার কোনো সময় কম হতে পারে
88. একটি রেজিস্টরে 10V ড্রপ হয়, যখন সেটার মধ্য দিয়ে 0.5mA কারেন্ট প্রবাহিত হয়। উক্ত রেজিস্টরের মান-
0.05 Ω
5 Ω
20ΚΩ
50 Ω
89. কারশফের কারেন্ট সূত্রমতে-
একটি বন্ধ সার্কিটে কারেন্টসমূহের যোগফল শূন্য
একটি প্যারালেল সার্কিটে কারেন্টসমূহের যোগফল শূন্য
একটি জাংশনে আগত কারেন্টসমূহের যোগফল শূন্য
একটি জাংশনে আগত এবং নির্গত কারেন্টসমূহের বীজগাণিতিক যোগফল শূন্য
90. খেভেনিন ভোল্টেজের R পাওয়া যায়-
যে-কোনো দুটি 'ওপেন' টারমিনালের মাঝখানে
প্রদত্ত দুটি টারমিনালকে শর্টসার্কিট করে
Vth-এর মতো একই ওপেন টারমিনালের মাঝখানে
এদের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজ সোর্সকে সরিয়ে
91. কারশফের ভোল্টেজ ল' (KVL)-এর সাথে সংশ্লিষ্ট-
ভোল্টেজ ড্রপস্
ব্যাটারি ইএমএফ
ক ও খ উভয়টি
জাংশন ভোল্টেজসমূহ
92. একটি উৎস, যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তনের উপর নির্ভর না করে এর প্রান্তদ্বয়ে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়। তাকে বলে-
কারেন্ট সোর্স
কন্ট্রোলড সোর্স
ভোল্টেজ সোর্স
ডিপেন্ডেন্ট সোর্স
93. একটি ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক চিহ্ন প্রাথমিকভাবে - উপর নির্ভরশীল।
কারেন্ট প্রবাহের দিকের
এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণের
R-এর মানের
ব্যাটারি সংযোগের
94. যখন দুটি টারমিনালের মধ্যবর্তী একটি সার্কিটকে থেভেনাইজিং করা হয়, তখন V সমান হয়-
শর্টসার্কিট টারমিনাল ভোল্টেজের
ওপেন সার্কিট টারমিনাল ভোল্টেজের
টারমিনালগুলোর সর্ব নিকটবর্তী ব্যাটারির ইএমএফ- এর
সার্কিটে প্রাপ্ত নেট ভোল্টেজের
95. কারশফের ভোল্টেজ সূত্রমতে-
একটি সিরিজ সার্কিটে মোট ভোল্টেজ ড্রপ সর্বদাই সসীম
একটি বন্ধ সার্কিটে ইএমএফ এবং ভোল্টেজ ড্রপসমূহের যোগফল শূন্য
একটি সিরিজ সার্কিটে ইএমএফ-এর যোগফল শূন্য
একটি বন্ধ সার্কিটে ভোল্টেজ ড্রপসমূহের যোগফল শূন্য
96. নোডাল অ্যানালাইসিস্ প্রাথমিকভাবে নির্ভর করে---এর প্রয়োগের উপর
KVL
KCL
ক ও খ উভয়টি
ওহমের সূত্র
97. 2k Ω রেজিস্টরে যদি 50mA কারেন্ট প্রবাহিত হয়, তবে সেটার আড়াআড়িতে ভোল্টেজ হবে-
1V
20V
100mV
100V
98. তিন-ফেজ মোটরের 220V, 50Hz ফ্রিকুয়েন্সির স্লিপ 4% হলে, মোটরের রোটর ফ্রিকুয়েন্সি বের কর।
4Hz
6Hz
2Hz
8Hz
99. একটি আদর্শ ভোল্টেজ সোর্সের থাকা উচিত-
শূন্য সোর্স রেজিস্ট্যান্স
ইএমএফ-এর উচ্চমান
ইএমএফ-এর নিম্নমান
অসীম সোর্স রেজিস্ট্যান্স
100. একটি নেটওয়ার্কের একটি শাখায় 10 Ω -এর একটি রেজিস্ট্যান্স সংযোগ করা আছে। এ শাখায় কারেন্টের মান 2A । যদি 10 Ω এর পরিবর্তে 20 Ω -এর রেজিস্ট্যান্স সংযোগ করা হয়, তবে কারেন্টের মান-
2A-এর চেয়ে বেশি বা কম হবে
2A-এর সমান হবে
2A-এর চেয়ে বেশি হবে
2A-এর চেয়ে কম হবে