Image
MCQ
41. 'অ' ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে?
অটল
আনাচার
অতি
অমানিশা
43. মানবদেহের যে প্রত্যঙ্গ ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে-
জিভ
কন্ঠনালি
স্বরতন্ত্রী
মুখবিবর
44. জিভের উচ্চতা অনুযায়ী নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনগুলো?
ই , উ
অ্যা, অ
ই, উ
এ, ও
45. কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি?
46. কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসলে উচ্চারণ সানুনাসিক হয়?
স্বরধ্বনি
ব্যঞ্জনধ্বনি
বিসর্গযুক্ত
অ-ধ্বনি দন্ত্য-ন
47. কোন দুটি অঘোষ ধ্বনি?
চ,ছ
ব,ভ
দ,ধ
গ,ঘ
48. কোনটি একাক্ষর শব্দ?
কাকা
ভাই
চাচা
বোনাই
49. বাগযন্ত্রের অংশ কোনটি?
স্বরযন্ত্র
দাঁত
ফুসফুস
উপরের সবকটি
51. 'এ' ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে?
হেথা
শেষ
হেন
বেলুন
52. বিসর্গ (ঃ) বর্ণটি কোন বর্ণের রূপান্তর?
53. ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?
শ্বাসনালী
বাগযন্ত্র
গলনালি
স্বরযন্ত্র
54. ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম-
কারবর্ণ
অনুবর্ণ
ফলা
রেফ
55. পূর্ণস্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়?
স্বরধ্বনি
মৌলিক স্বরধ্বনি
অল্প স্বরধ্বনি
দ্বি-স্বরধ্বনি
56. কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?
লাউ
বলি
দিন
ইতি
57. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
58. কোন দুটি অঘোষ ধ্বনি?
গ,ঘ
প,ফ
দ,ধ
জ,ঝ
59. অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
৪টি
৫টি
১টি
৬টি
60. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
অ্যা