Image
MCQ
1. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ধ্বনি দৃশ্যমান
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বা ধ্বনি
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
2. কোন বর্ণে (মাত্রার উপর ভিত্তি করে) ৬টি মাত্রাহীন বর্ণ হয়েছে?
স্বরবর্ণ
অর্ধমাত্রার বর্ণ
ব্যাঞ্জনবর্ণ
কোনটিই নয়
3. ক থেকে ও পর্যন্ত ৫টি ধ্বনি হচ্ছে-
তালব্য ধ্বনি
ঘোষধ্বনি
কর্কশ ধ্বনি
কণ্ঠ্যধ্বনি
4. প,ফ,ব,ভ,ম- এগুলো কী ধরনের বর্ণ?
দন্ত বর্ণ
ওষ্ঠ্য বর্ণ
তালব্য বর্ণ
কণ্ঠ বর্ণ
6. নিচের কোনগুলো তালব্য বর্ণ?
এ ঐ
ই ঈ
উ উ
ও ঔ
7. নিচের কোনটি 'মহাপ্রাণ' ধ্বনি?
8. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কয়টি সংখ্যাবর্ণ রয়েছে?
৯টি
৮টি
৫টি
১০টি
9. তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
শসা
ঘাস
কলI
দল
10. উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা কতটি?
৭টি
৯টি
১০টি
১১টি
11. বর্ণ হলো ধ্বনির-
লিখিত রূপ
উচ্চারিত রূপ
ভাবরূপ
অনূদিত রূপ
12. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
ঙ, হ
য, য়
ঋ, ঢ়
ও, ঔ
13. নিচের কোনটি তালব্য বর্ণ?
14. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে?
মহাপ্রাণ
অল্পপ্রাণ
অঘোষ
ঘোষ
15. বাংলা ব্যাঞ্জনবর্ণে 'শ, য. স্, হ্'- এ চারটিকে উদ্ষ্ম বর্ণ বলে। 'উম্ম' শব্দের অর্থ কি?
শিস
স্পর্শ
শ্বাস
অন্তঃস্থ
16. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
17. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
18. বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায়?
8
19. বাংলা বর্ণমালায় কয়টি ফলা?
সাতটি
পাঁচটি
ছয়টি
নয়টি
20. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?