প্রণালী ও বিরোধপূর্ণ অঞ্চল MCQ
1. হাইফা কোন দেশের সমুদ্র বন্দর?
ইসরায়েল
ইরান
ইন্দোনেশিয়া
কুয়েত
2. Which country is located in both Asia and Europe?
জাপান
সৌদি আরব
তুরস্ক
ওমান
3. Which of the following countries does not have a coastline along the Mediterranean Sea?
Spain
Syria
Libya
Portugal
4. আকাবা একটি-
সমুদ্র বন্দর
বিমান বন্দর
স্থল বন্দর
নদী বন্দর
5. আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত?
মিশর
ইসরায়েল
সিরিয়া
মরক্কো
6. ভূমধ্যসাগরীয় দেশ কোনটি?
আলজেরিয়া
সুদান
ইরান
ওমান
7. কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?
জাপান
সৌদি আরব
তুরস্ক
ওমান
8. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ইয়েমেন
কাতার
ওমান
ইরাক
9. নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত?
রোমানিয়া
মিশর
চেক প্রজাতন্ত্র
পোলান্ড
10. হরমুজ প্রণালি সংযুক্ত করেছে-
লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে
জিব্রাল্টার ও লোহিত উপসাগরকে
জাপান সাগর ও ভূমধ্য সাগরকে
11. পৃথিবীর কোন শহর দুই মাহদেশে অবস্থিত?
কায়রো
লিসবন
ইস্তাম্বুল
কাসাব্লাঙ্কা
12. 'আবু মুসা দ্বীপ' কোন সাগরে অবস্থিত?
পারস্য উপসাগর
আরব সাগর
বঙ্গোপসাগর
ক্যারিবিয়ান সাগর
13. ইস্তানবুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
এশিয়া ও আফ্রিকা
উ.আমেরিকা ও দ. আমেরিকা
এশিয়া ও ইউরোপ
ইউরোপ ও আফ্রিকা
14. আকিয়াব সমুদ্র বন্দর কোথায়?
আলজেরিয়ায়
বার্মায়
ভারতে
সুদানে
15. পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর?
আলজেরিয়া
লেবানন
মিশর
সিঙ্গাপুর
16. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
মায়ানমার
জর্ডান
ইরাক
ইসরায়েল
17. কোন দেশ এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত?
জাপান
সৌদি আরব
তুরস্ক
ওমান
18. 'আবু মুসা' দ্বীপটির মালিকানা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ চলছে?
ইরান ও ইরাক
সংযুক্ত আরব আমিরাত ও ইরান
জর্ডান ও সিরিয়া
সিরিয়া ও মিশর
19. এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালি?
জিব্রাল্টার প্রণালি
পক প্রণালি
বসফরাস প্রণালি
হরমুজ প্রণালি
20. ইস্তাম্বুল কোন দেশে?
বাংলাদেশে
ইরানে
তুরস্কে
কুয়েতে