Image
প্রণালী ও বিরোধপূর্ণ অঞ্চল MCQ
62. মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালি?
পক প্রণালি
জিব্রাল্টার প্রণালি
মালাক্কা প্রণালি
ডোভার প্রণালি
64. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে---
ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
65. 'হামবুর্গ' কোন দেশের সমুদ্র বন্দর?
ইংল্যান্ড
লুক্সেমবার্গ
সুইজারল্যান্ড
জার্মানি
66. আন্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর?
সুইজারল্যান্ড
জার্মানি
বেলজিয়াম
ইতালি
67. এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়?
মালদ্বীপ
মরিশাস
মাদাগাস্কার
মাল্টা
68. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
প্রশান্ত মহাসাগরে
এডেন উপসাগরের পাশে
দক্ষিণ আমেরিকায়
দক্ষিণ চীন সাগরে
70. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
জিব্রাল্টার প্রণালি
বাবেল মান্দেব প্রণালি
বসফরাস প্রণালি
বেরিং প্রণালি
71. আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালির নাম-
মালাক্কা
দার্দানেলিস
হরমুজ
বাব-এল-মান্দেব
72. যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালি?
ডোভার
বেরিং
পক
জিব্রাল্টার
74. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম কী?
সালমা আলী
আরতি সেনগুপ্ত
সুফিয়া আহমেদ
অনিরুদ্ধ রায়
75. বাব-আল মান্দেব সংযুক্ত করেছে- --
ইয়েমেন, কেনিয়া এবং সুদানকে
ইয়েমেন, জিবুতি এবং ইথিওপিয়াকে
ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়াকে
ইয়েমেন, জিবুতি এবং সোমালিয়াকে
76. মালাক্কা প্রণালির অবস্থান-
পশ্চিম এশিয়ায়
দক্ষিণ এশিয়ায়
পূর্ব এশিয়ায়
দক্ষিণ-পূর্ব এশিয়ায়
78. সাকোত্রো দ্বীপের মালিকানা কোন দেশের?
ইয়েমেন
মরিশাস
মাদাগাস্কার
মাল্টা
79. ভূমধ্যসাগরের বৃহৎ দ্বীপ কোনটি?
সিসিলি
আটাফু
সাইপ্রাস
সারডিনা