Image
প্রাচীন যুগ Questions
1. লুইপা কোন যুগের কবি?
প্রাচীন যুগ
মধ্যযুগ
আদি-মধ্যযুগ
আধুনিক যুগ
2. বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন কোনটি?
বৈষ্ণব পদাবলি
দোহাকোষ
চর্যাপদ
ঐতরেয় আরণ্যক
3. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
১০নং পদ
১৮ নং পদ
১৬ নং পদ
২৩ নং পদ
4. চর্যাপদের টীকাকারের নাম কী?
মীননাথ
হরপ্রসাদ শাস্ত্রী
প্রবোধচন্দ্র বাগচী
মুনিদত্ত
5. 'রুখের তেস্তুলি কুমীরে খাই' এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
6. 'অপণা মাংসে হরিণা বৈরী' লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
লোকসাহিত্য
চর্যাপদ
ব্রজবুলি
বৈষ্ণব পদাবলি
7. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
৪৬টি
সাড়ে ৪৬টি
৪৯টি
৫০টি
8. চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল?
নীতি চর্চা
সাহিত্য চর্চা
ধর্ম চর্চা
অনুবাদ চর্চা
9. 'চঞ্চল চীএ পইঠা কাল' কোন কবির চর্যাংশ?
লুইপা
এ শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর
কুকুরীপা
বিরূপা
10. 'টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী'। চর্যাপদের এ চরণ দুটিতে কী বোঝানো হয়েছে?
একাকীত্বের কথা
প্রতিবেশীর প্রতি ভালোবাসা
দারিদ্রাক্লিষ্ট জীবনের চিত্র
আত্মীয়ের প্রতি ভালোবাসা
11. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
পরশুরাম
ভানুসিংহ
নীললোহিত
গাজী মিয়াঁ
12. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
খ্রিষ্টধর্ম
জৈনধর্ম
প্যাগনিজম
বৌদ্ধধর্ম
13. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
ব্রজবুলি
জগাখিচুড়ি
সন্ধ্যাভাষা
বঙ্গ-কামরূপী
14. চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?
মুনিদত্ত
কীর্তিচন্দ্র
প্রবোধচন্দ্র বাগচী
হরপ্রসাদ শাস্ত্রী
15. কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন?
সৈয়দ মোহাম্মদ শাহেদ
ড. মোহাম্মদ শহীদুল্লাহ
আনিসুজ্জামান
হরপ্রসাদ শাস্ত্রী
16. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
ড. এনামুল হক
17. কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
কাহ্নপা
ডাকার্ণব
লুইপা
মুনিদত্ত
18. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
কাহ্নপাদ
শান্তিপাদ
লুইপাদ
রমনীপাদ
19. . চর্যাপদ হলো-
একগুচ্ছ ধর্মোপদেশ
সাধন সংগীত
জীবনাচরণ পদ্ধতি
দেবী বন্দনা
20. চর্যাপদের কবিরা ছিলেন-
মহাঘানী বৌদ্ধ
বজ্রঘানী বৌদ্ধ
বাউল
সহজঘানী বৌদ্ধ