ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Foundation Engineering all MCQ, Civil Engineering MCQ
61. The bearing capacity factor (Nc) of a deep foundation is generally-
6
7
৪
9
62. The open wells or dug weels are also known as-
shallow wells
draw wells
percolation wells
all of those
63. In frame structure, what transfers the load to columns
Foundation
beams
slabs
roofs
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: লোড বিয়ারিং স্ট্রাকচার সিস্টেমে লোড স্ল্যাব থেকে প্রাচীরের ভিত্তিতে ফাউন্ডেশনে ট্রান্সফার হয়, যখন ফ্রেমযুক্ত স্ট্রাকচার সিস্টেমে লোডগুলো স্ল্যাব থেকে বিমে, বিম থেকে কলামে অবশেষে কলাম থেকে ফাউন্ডেশনে ট্রান্সফার হয়।
64. The shear resistance of a soil is constituted basically of the following component.
The frictional resistance to translocation between the individual soil particles at their contact point
To the structural relation to displacement of the soil because of the interlocking of the particles
Cohesion and adhesion between the surfaces of the soil particles
All the above
65. The consolidation time for soils
Increases with increasing compressibility.
Decreases with increasing permeability
Increases rapidly with increasing size of soil mass
All the above
66. The ratio of the weight of water to the weight of solids in a given mass of soil, is known
Porosity
Specific gravity
Void ratio
Water content
67. নিচের কোনটি স্প্রেড ফুটিং এর উদাহরণ ?
অফসেট
ওয়াল ফুটিং
আর সি সি ফুটিং
সব গুলোই
68. নিচের কোনটি Shallow foundation?
well foundation
pile foundation
pier foundation. .
footing
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: well, pile. and pier all are deep foundation. এবং ফুটিং মূলত অগভীর ফাইন্ডেশনের একটি অংশ যা কাঠামোর লোডকে একটি বৃহৎ অংশে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়। গভীর ফাউন্ডেশনে ফুটিং ব্যবহৃত হয় না। আপনার পায়ের পাতা যে কাজ করে ফুটিং ঠিক একই কাজ করে। অতি সংক্ষেপে, সমন্ত্র ফুটিংই ফাউন্ডেশন কিন্তু সমস্ত ফাউন্ডেশন ফুটিং নয়।
69. When the measured length is less than the actual length, the error is known as a-
Positive error
Negative error
Instrumental error
Compensating error
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Negative erros (making the measured lengths less than the actual) may be caused because the length of the tape or chain may be greater than the standard beacuse of the wear or flattening of the connecting rings, opening of ring joints, temperature higher than the one at which it was calibrated.
70. A foundation consisting of thick reinforced concrete slab covering area to the bottom of the structure is known as (কাঠামোর নীচে পুরু রিইনফোর্স কংক্রিট প্ল্যাব আচ্ছাদন এলাকা নিয়ে গঠিত একটি ভিত্তিকে বলে)
Combine footing.
Grillage footing
Strap footing .
Raft footing
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Mat ar Raft footing (ম্যাট বা ব্যাফট ভিত্তি)। যখন কাঠামোর সময় কলামকে একটিমাত্র ফুটিং দ্বারা সংযুক্ত করা হয় অর্থাৎ কাঠামোর সমস্ত জায়গা জুড়ে যে ফুটিং তৈরি করা হয় তাকে ম্যাট ভিত্তি বলে। দুর্বল আলগা মাটি হলে, ভরাট মাটি হলে বা মাটির ভারবহন ক্ষমতা কম হলে এ ভিত্তি তৈরি করা হয়।
71. Coefficient of compressibility is
Constant for any type of soil
Different for different types of soils and also different for a soil under different states of consolidation
Different for different types of soils but same for a soil under different states of consolidation
Independent of type of soil but depends on the stress history of soil
72. Shallow tube wall can pump water from a depth of -
20-25 m
45-55 m
40-50m
50-60m
73. Sheet pile কী দিয়ে নির্মিত হয়?
Wood
Steel
Concrete
All of them
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Wood, steel and concrete দিয়ে sheet pile বানানো যায়।
74. The foundation in which a cantilever feam is provided to join two footings is called-
strip footing
combined footin
strap footing
raft
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: যখন দুই বা ততোধিক কলাম (Column) যারা একটি স্প্রেড ফুটিংকে সাপোর্ট দেয়া হয়, তখন যে ফুটিং হয় তা হলো Combined footing বা যুক্ত ফুটিং।
75. Machine foundation is subjected to =
Static loads
Wind loads
Dynamic loads
Static and dynamic loads
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Machine foundation are subjected to the dynamic load caused by the machine. Theses dynamic load are then transferred to the foundation supporting the machine.
76. একটি Foundation কে Shallow বলা হয় যখন এর Depth হয়
½ th of its width
Half of its width
3/4 th of its width
Equal of its width
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Shallow Foundation wide-এর সমান বা ছোট হয়।
77. The pile transfers load as a pier is-MES
Floating pile
Friction pile
Bearing pile
Batter pile
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: A bearing pile is a column to transmit the load of the building through a layer of soil too weak to take the load to a stronger layer of soil some distance underground.
78. Which pile acts as retaining wall?
Anchor pile
Felder pile
Sheet pile
Batter pile
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Pile wall relining wall constructed to retain carth, water or any other filling materials.
79. অনিশ্চিত ভূমির Deferential Settlement নিয়ন্ত্রণের জন্য কী করদের Foundation/Footing ব্যবহৃত করা হয় ?
Combined footing
Mat foundation
Cofferdam
Strip footing
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: র্যাফট বা ম্যাট একটি কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সময় ক্ষেত্রফলকে আবৃত করে নির্মাণ করা হয়। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা, যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলো র্যাফট ভিত্তির সাহায্যে নির্মাণ করা হয়।
80. A foundation is considered to be shallow, id its depth is_ (অগভীর ভিত্তি বিবেচনা করতে হবে যখন তার গভীরতা)
Greater than I meter.
Greater than its width
Less than I meter
Equal to or less than ots width
Civil MCQ
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
Foundation Engineering mcq
চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: একটি অগভীর ভিত্তিতে, ভিত্তির গভীরতা তার গ্রন্থের চেয়ে কম বা সমান যেখানে একটি গভীর ভিত্তিতে, ভিত্তির গভীরতা তার প্রন্থের চেয়ে বেশি।