ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Foundation Engineering all MCQ, Civil Engineering MCQ
161. b প্রন্থের Rectangular foundation-এর load eccentricity কোন value-এর অধিক হওয়া উচিত?
b/5
b/3
b/4
b/6
162. Angle of internal friction = 30° হলে coefficient of active earth pressure = ?
3
1/2
1
1/3
163. বালিমাটির উপর ভিত্তি স্থাপনের অনুমোদনযোগ্য সর্বোচ্চ ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
5 মিমি
25 মিমি
20 মিলি
10 মিমি
164. কোনটি In-situ test?
Vane shear test
Grain size analysis
Triaxial test
Consolidation test
165. কাঠের পাইলে সর্বোচ্চ লোড কত এর অধিক হওয়া উচিত নয়?
৫০ kN
২০০ kN
১৫০ kN
১০০ kN
166. Structure-এর যে অংশটি ওজনকে মাটিতে Transfer করে, তাকে বলে-
Superstructure
Frame of structure
Plinth
Foundation
167. Foundation-এর জন্য concrete ব্যবহার কত Slump allow করা হয়?
25-50mm
50-100mm
100-200mm
30-40mm
168. Sand pile কেন করা হয়?
Horizontal load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
169. Effective stress 100 kN/m² হতে 200 kN/m² বৃদ্ধি পেলে normally consolidated clay 10mm settle হয়। যদি effective stress 200 kN/m² হতে 400 kN/m² বৃদ্ধি পায় তাহলে একই Clay soil-এর Settlement কত হবে?
10mm
40mm
20mm
কোনোটিই নয়
170. একটি Foundation-কে Shallow বলা হয় যখন এর depth হয়-
1/4th of its width
Equal of its width
3 /4th of its width
half of its width
171. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
কোনোটিই নয়
172. End-bearing pile-এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Skin friction > End bearing
Skin friction = End Bearing
End bearing > Skin friction
কোনোটিই নয়
173. Raft foundation-এর অপর নাম কী?
Combined
Pile
Strap
Mat
174. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় তখন ঐ Footing-কে বলা হয়-
Beam footing
Mat footing
Strap footing
Combined footing
175. মাটির ভারবহন ক্ষমতা নির্ধারণের জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়?
Specific gravity test
Hammer test
Soil cone method
SPT
176. Soil-এর Bearing capacity কার উপর নির্ভর করে?
Particle size
Internal friction
Particle shape
উপরোক্ত সব