MCQ
161. সবুজ পাট থেকে কাগজের মণ্ড প্রস্তুত প্রযুক্তির উদ্ভব হয়-
জাপানে
বাংলাদেশে
আমেরিকায়
ইংল্যান্ডে
162. বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক—
মুন্সীগঞ্জের গজারিয়ায়
সাভারের কোনাবাড়ীতে
গাজীপুরের কালিয়াকৈরে
ময়মনসিংহের ভালুকায়
163. চন্দ্রঘোনা বা কর্ণফুলী কাগজের মিল কোথায় অবস্থিত?
মেঘনা নদীর তীরে
খুলনা
ভৈরব
কর্ণফুলী নদীর তীরে
164. কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
জাপান
ফ্রান্স
কানাডা
চীন
165. খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসাবে ব্যবহার করে--
সুন্দরী কাঠ
সেগুন কাঠ
গেওয়া কাঠ
বাঁশ
166. কত সালে বাংলাদেশে প্রথম কাগজকল স্থাপিত হয়?
১৯৪৯ সালে
১৯৫০ সালে
১৯৫৩ সালে
১৯৫১ সালে
167. বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে-
ফিনল্যান্ডে
ডেনমার্কে
নরওযেতে
সুইডেনে
168. বাংলাদেশের সর্বপ্রথম কাগজকল কোনটি?
খুলনা নিউজপ্রিন্ট
কর্ণফুলী কাগজকল
উত্তরবঙ্গ কাগজকল
সিলেট কাগজকল
169. কাফকো সার কারখানা কোথায় অবস্থিত?
সাঁথিয়া, পাবনা
ঘোড়াশাল, নরসিংদী
আনোয়ারা, চট্টগ্রাম
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
170. কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয় --
কর্ণফুলী কাগজ কল, চন্দ্রঘোনা
খুলনা নিউজপ্রিন্ট মিল, খালিশপুর
উত্তরবঙ্গ কাগজ কল,
পাকশী পার্টিকেল বোর্ড মিল, নারাযণগঞ্জ
171. চন্দ্রঘোনা বা কর্ণফুলী কাগজ কলের প্রধান কাঁচামাল কী?
আখের ছোবরা
বাঁশ
জারুল গাছ
নল-খাগড়া
172. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
নারায়ণগঞ্জ
কক্সবাজার
চট্টগ্রাম
খুলনা
173. বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিল কোনটি?
কর্ণফুলী
উত্তরবঙ্গ
খুলনা
চন্দ্রঘোনা
174. এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল কত তারিখে বন্ধ হয়ে যায়?
২৮ নভেম্বর, ২০০২
২৯ নভেম্বর, ২০০২
২৭ নভেম্বর, ২০০২
৩০ নভেম্বর, ২০০২
175. কোন ধরনের কাঠ খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
চাপালিশ
কেওড়া
গেওয়া
সুন্দরী
176. বাংলাদেশের রেয়ন মিল কোথায় অবস্থিত?
রাজশাহী
নারাযণগঞ্জ
খুলনা
রাঙ্গামাটি
177. বাংলাদেশের নিউজপ্রিন্ট মিল কোথায় অবস্থিত?
খুলনা
পাকশী
সিলেট
চন্দ্রঘোনা
178. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কী?
এমভি বাঙালি
এমভি বাংলাদেশি
এমভি মধুমতি
এমভি বঙ্গবন্ধু
179. বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম--
বাংলার দূত
স্টেলা মেরিস
রূপসী বাংলা
সোনার বাংলা
180. কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত?
রাঙ্গামাটির চন্দ্রঘোনায়
সিলেটের ছাতকে
পাবনার পাকশীতে
কুষ্টিয়ার জগতিতে