Image
MCQ
61. কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
জাপান
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
চীন
62. বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি?।
জাপান
জার্মানি
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
63. UNCTAD এর তথ্য মতে ২০২১ সালে বাংলাদেশের কোন খাতটিতে সর্বাধিক সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে?
ব্যাংকিং
গ্যাস ও খনিজ
বিদ্যুৎ
তৈরি পোশাক
64. বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা কোনটি?
বিশ্বব্যাংক
এশীয় উন্নয়ন ব্যাংক
বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম
এইড-টু-প্যারিস কনসোর্টিয়াম বাংলাদেশ
65. বাংলাদেশের বিনিয়োগ বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীন?
প্রধানমন্ত্রীর কার্যালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়
67. BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কী ছিল?
চা বোর্ড
বিনিয়োগ বোর্ড
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
নৌ বন্দর কর্তৃপক্ষ
68. জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?
জাইকা
ডিএফআইডি
ডানিডা
ওসিডি
69. বাংলাদেশে পেশাগত হিসাববিজ্ঞানীদের সংগঠন কোনটি?
Institute of Business Administration (IBA)
Bangladesh Military Academy (BMA)
Institute of Chartered Accountants of Bangladesh (ICAB)
Bangladesh Institute of Bank Management (BIBM)
70. জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম--
জাইকা
জেটরো
ডায়েট
ওসিডি
71. বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ কোনটি?
জাপান
যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়া
মালয়েশিয়া
72. BIDA এর পূর্ণরূপ কী?
Bangladesh Irrigation Development Authority
Bangladesh Industry Development Authority
Bangladesh Investment Development Authority
Bangladesh Import Development Authroity
73. বাংলাদেশে মোট বিনিয়োগ জিডিপি'র শতকরা কত ভাগ?
৩২.৭৫
২১.৪
২৯.৯২
৩১.৬৮ (অর্থনৈতিক সমীক্ষা, ২২)
74. বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
জাপান
জার্মানি
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
75. বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার ----
ভারত
যুক্তরাজ্য
জাপান
মার্কিন যুক্তরাষ্ট্র
76. বাংলাদেশে কোন খাতে সর্বাধিক সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা FDI হয়েছে?
গার্মেন্টস
এনার্জি
বিদ্যুৎ
পাট
77. কোন সংস্থা বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী হিসেবে কাজ করে?
জিকা
ইউএনডিপি
বিশ্বব্যাংক
আইএমএফ
78. বাংলাদেশে কোন দেশের বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি?
চীন
যুক্তরাষ্ট্র
জাপান
দক্ষিণ কোরিয়া
79. ২০২২-২৩ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে---
৩০০০ কোটি টাকা
৫০০০ কোটি টাকা
৬০০০ কোটি টাকা
৮৩০০ কোটি টাকা (বাজেট-২১-২২)
80. ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় কত মিলিয়ন মার্কিন ডলার?
২৫.২৬৭
৩০,৮৬১
৪২.৪৬২
৩২.০৭১ (অর্থনৈতিক সমীক্ষা, ২২)