Image
MCQ
61. নিচের কোন বানানটি শুদ্ধ?
বিভূতিভূষন
পরিষেবা
যান্মাসিক
ইতিমধ্যে
62. শুদ্ধ বানান কোনটি?
অনুকুল
অনূকুল
অনুকূল
অনূকূল
63. শুদ্ধ বানান কোনটি?
গীতাঞ্জলী
গিতাঞ্জলী
গীতাঞ্জলি
গিতাঞ্জলি
64. শুদ্ধ বানান কোনটি?
পীড়াপিড়ি
পিড়াপিড়ী
পীড়াপীড়ি
পিড়াপীড়ি
65. নিচের কোনটির বানান সঠিক?।
পুনঃরুজ্জীবন
পুনরুজ্জীবণ
পুনরুজ্জীবন
পূনরুজ্জীবন
66. কোন বানানটি শুদ্ধ?
সজ্ঞা
সংগা
সংজ্ঞা
সংঙ্গা
67. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
মহত্ত, মহিয়সী, পরু
মরুদ্যান, ভস্ম, উচ্ছাস
সমীচীন, সংশ্রব, সত্তা
অপরাহ্ন, সস্ত্রীক, পূণ্য
68. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
মহত্ত, মহিয়সী, পরু
মরুদ্যান, ভস্ম, উচ্ছাস
সমীচীন, সংশ্রব, সত্তা
অপরাহ্ন, সস্ত্রীক, পূণ্য
69. কোন বানানটি শুদ্ধ?
অথিতি
অতীথি
অতিথি
অতিথী
70. শুদ্ধ বানান কোনটি?
ভ্রাতৃম্পুত্র
ভ্রাতৃম্পূত্র
ভ্রাতুষ্পুত্র
ভ্রাতৃম্পূত্র
71. বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?।
এশিয়াটিক সোসাইটি
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমি
শিল্পকলা একাডেমি
72. কোনটি শুদ্ধ?
গবেসণা
গবেষনা
গবেষণা
গবেশণা
73. শুদ্ধ বানান কোনটি?
ধ্যাণধারণা
ধ্যানধারনা
ধ্যানধারণা
ধ্যাণধারনা
74. শুদ্ধ বানান কোনটি?
বিকীরণ
বিকিরন
বিকিরণ
বিকীরন
75. কোন বানানটি সঠিক?
বিভূতিভূষণ
বিভূতিভূষণ
বিভূতিভূষণ
বিভূতিভূষন
76. কোন বানানটি শুদ্ধ?
ততকালিণ
তথকালীণ
তৎকালীন
ততকালীণ
77. কোনটি শুদ্ধ বানান?
প্রত্যুৎগমন
প্রত্যুতগমন
প্রত্যুদ্গমন
প্রত্যুদগমণ
78. নিচের কোনটি সঠিক বানান?
বাম্পিয়
বাস্পিয়
বাষ্পীয়
বাস্পীয়
79. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
স্বায়ত্বশাসন, সমীচিন
দূর্বার, মুমুর্ষু
দুর্গা, পণ্য
স্বান্তনা, শরীরি
80. কোন বানানটি শুদ্ধ?
ইতিপূর্বে
এতাপূর্বে
ইতঃপূর্বে
ইতপূর্বে