Image
MCQ
101. নিচের কোন বানানটি শুদ্ধ?
অনসূয়া
অনুসূয়া
অণুসূয়া
অনুসূয়া
102. নিচের কোন শব্দটি শুদ্ধ?
অন্তস্থল
অন্তস্তল
অন্তঃস্থল
অন্ততল
103. কোনটি শুদ্ধ বানান
ঘূর্নায়মান
ঘূর্ণায়মান
ঘুর্ণায়মান
ঘুর্নায়মান
104. কোনটি শুদ্ধ বানান?
প্রবাহমান
প্রজ্বলিত
বৈশিষ্ট্যতা
ভূমধ্যাধিকারী
105. নিচের কোনটি অশুদ্ধ?
অহিংস-সহিংস
দোষী-নির্দোষী
প্রসন্ন-বিষণ্ণ
নিষ্পাপ-পাপিনী
106. শুদ্ধ বানান কোনটি?
সমীচিন
আশির্বাদ
ভবিষ্যৎ
দীর্ঘজীবী
107. নিচের কোন বানানটি সঠিক?
সাক্ষরতা
সাক্ষ্যরতা
স্বাক্ষ্যরতা
স্বাক্ষরতা
108. কোন বানানটি সঠিক?
বাল্মীকি
বাল্মিকী
বাল্মিকি
বাল্মীকী
109. নিচের কোন বানানটি অশুদ্ধ?
পরস্পর
নিষ্পত্তি
স্নেহাস্পদ
দুস্প্রাপ্য
110. শুদ্ধ বানান কোনটি?
অনুশাসন
অনুশাসন
অনুশাসণ
অনুসাশন
111. নিচের কোন বানানটি শুদ্ধ?
প্রবীণ
আতংক
ভট্টাচার্য্য
সম্পূর্ন
112. নিচের কোন বানানটি শুদ্ধ?
অহঙ্কার
কৃতিত্ব
ত্রুটি
আকাংখা
113. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃম্বসা
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
114. কোনটি শুদ্ধ বানান?
প্রত্যুতগমন
প্রত্যুদগমন
প্রত্যুৎগমন
প্রত্যুদগমণ
115. নিচের কোন বানানটি শুদ্ধ?
জাগরূক
শুশ্রূষা
মরুদ্যান
ত্রুটি
116. প্রমিত বানানরূপ-
গলধঃকরণ
গলাধঃকরণ
গলধকরণ
গলাধকরণ
117. কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ ----
উপলক্ষ্য
লক্ষ্যণীয়
সৌন্দর্যতা
সুবুদ্ধিমান
118. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
শূণ্য
ত্রিভুজ
পূন্য
ভূবন
119. নিচের কোন বানানটি শুদ্ধ?
সত্ত্বা
সত্তা
সত্ত্বা
মহাত্ব
120. কোনটি শুদ্ধ বানান?
প্রত্যুদগমন
প্রত্যুতগমন
প্রত্যুৎগমন
প্রত্যুবদগমণ