Image
MCQ
101. 'মৈমনসিংহ গীতিকা'র সম্পাদনা করেন কে?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
দীনেশচন্দ্র সেন
দক্ষিণারঞ্জন মিত্র
102. . মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
লোক সাহিত্য
ডাক ও খনার বচন
পুঁথি সাহিত্য
ব্রতকথা
103. লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
ধাঁধাঁ
প্রবাদ
ছড়া
গাঁথা কাহিনী
104. 'মৈমনসিংহ গীতিকা' কতটি ভাষায় অনূদিত?
১০
২০
১৩
২৩
105. নিচের কোনটি মৈমনসিংহ গীতিকা?
নদের চাঁদ
মদিনা
আলাদ
মলুয়া
106. লোকসাহিত্য কাকে বলে?
গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ্রামীণ নর-নারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
107. 'খনার বচন' কি সংক্রান্ত?
কৃষি
শিল্প
ব্যবসা
রাজনীতি
108. হারামণি কী? এর সংকলক কে?
প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পুঁথি, আলাওল
ওস্তাদ আয়াত আলী উচ্চাঙ্গ সংগীত,
প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুরউদ্দীন
109. নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত?
মহুয়া
দেওয়ানা মদিনা
চন্দ্রাবতী
মলুয়া
110. 'লোকসাহিত্য' বলতে কি বুঝায়?
নাটক প্রাচীন
কবিতা, চিত্রকলা,
ছড়া, গান, ধাঁধাঁ, প্রবাদ-প্রবচন
গান উপন্যাস
111. মধ্যযুগের কবি শুকুর মহম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন?
নোয়াখালী
বগুড়া
শ্রীহট্ট
রাজশাহী
112. 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ড. দীনেশচন্দ্র সেন
চন্দ্রকুমার দে
হরপ্রসাদ শাস্ত্রী
113. 'গোপীচন্দ্রের সন্ন্যাস' খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহী-
সন্তসপুর গ্রামে
সিন্দুর কুসুম গ্রামে
কাপাসিয়া গ্রামে
বিজয়নগর গ্রামে
114. মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা কে?
চন্দ্রাবতী
মনসুর বয়াতি
দ্বিজ কানাই
দ্বিজ ঈশান
115. 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহ করেন-
দক্ষিণারঞ্জন মিত্র
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
দীনেশচন্দ্র সেন
116. Ballad কী?
লোকগীতি
লোকগাথা
গীতিকা
গাঁথা
117. 'দেওয়ানা মদিনা' কোন কাব্যের অন্তর্গত?
মধ্যযুগের গীতকবিতা
মৈমনসিংহ গীতিকা
নাথ গীতিকা
পূর্ববঙ্গ গীতিকা
118. 'লোকসাহিত্য 'সংগ্রহে অবদান রেখেছেন?
রজনীকান্ত সেন
দীনেশচন্দ্র সেন
হীরালাল সেন
কেশবচন্দ্র সেন
119. বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী কী?
প্রবচন, ছড়া ও ধাঁধাঁ
গান ও গীতিকা
পুঁথি সাহিত্য ও গাঁথা
মঙ্গল কাব্য
120. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন হলেন একজন-
রাজনীতিক
বৈজ্ঞানিক
ভাষাবিজ্ঞানী
কবি