MCQ
121. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান-
নোয়াখালী
আরাকান
চট্টগ্রাম
ফরিদপুর
122. 'কড়চা' কী?
জয়নুল আবেদীন এর শিল্পকর্ম
রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর জীবনীগ্রন্থ
শ্রীচৈতন্য দেব এর জীবনীগ্রন্থ
123. 'মর্সিয়া' শব্দের অর্থ কী?
শোক বা আহাজারি
দুঃখ
বেদনামিশ্রিত কাব্য
শোককাব্য
124. 'জঙ্গনামা' কাব্যের বিষয় কী?
যুদ্ধ-বিগ্রহ
রোমান্স
শোক-তাপ
প্রেম-ভালবাসা
125. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
শ্রীচৈতন্যদেব
রামকৃষ্ণ পরমহংসদেব
কাহ্নপা
বিদ্যাপতি
126. 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়' বিখ্যাত এই ভাবদ্যোতক প্রবচন এর কবি কে?
বিজয় গুপ্ত
দ্বিজ বংশীদাস
ভারতচন্দ্র রায়গুণাকর
বিপ্রদাস পিপিলাই
127. 'চৈতন্যমঙ্গল' এর রচয়িতা-
রবিদাস
গুপিদাস
প্রেমদাস
লোচনদাস
128. 'মর্সিয়া' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
উর্দু
আরবি
ফারসি
তুর্কি
129. 'চৈতন্য-ভাগবত' রচনা করেন কে?
বিদ্যাপতি
বৃন্দাবন দাস
জ্ঞানদাস
গোবিন্দ দাস
130. 'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
জগন্নাথ
প্রজাপতি
বিষ্ণু
শিব
131. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
দৌলত উজির বাহরাম খাঁ
সাবিরিদ খাঁ
সৈয়দ সুলতান
সৈয়দ নূরুদ্দীন
132. কোনটি মর্সিয়া সাহিত্য?
মধুমালতী
লায়লী মজনু
চন্দ্রাবতী
জঙ্গনামা
133. 'নবীবংশ' পুস্তকটি কে রচনা করেছেন?
গোলাম মোস্তফা
মীর মশাররফ
হোসেন হাজী মোহাম্মিল
সৈয়দ সুলতান
134. 'কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা-
নাসির মাহমুদ
সৈয়দ সুলতান
আলাওল
শেররাজ
135. কোনটি শোকগীতি বা বিলাপ সংগীত?
সারিগান
মর্সিয়া
ভাটিয়ালী
হামদ
136. 'কড়চা' শব্দের সমার্থক শব্দ-
রোজনামচা
খসড়া
ঝগড়া
নিয়তি
137. 'ফুল্লরার বারমাস্যা' কোন মঙ্গলকাব্যের অন্তর্গত?
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
138. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত:
ফকির গরীবুল্লাহ
বিপ্রদাস পিপিলাই
নরহরি চক্রবর্তী
বৃন্দাবন দাস
139. 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
শৈবধর্ম
নাথধর্ম
বৌদ্ধ সহজযান
কোনটি নয়
140. 'মর্সিয়া' কী?
আনন্দগীতি
চমাকগীতি
শোকগীতি
পল্লীগীতি