MCQ
821. ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত নিম্নের কোনটি?
আশুগঞ্জ বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র
822. কুষ্টিয়া জেলার ভেড়ামারায় কোন বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত?
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
823. ব্লাস্ট ফারনেস গ্যাসে নাইট্রোজেনের পরিমাণ কত?
শতকরা 60 ভাগ
শতকরা 50 ভাগ
শতকরা 40 ভাগ
শতকরা 30 ভাগ
824. ব্লাস্ট ফারনেস গ্যাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ কত ?
শতকরা 35 ভাগ
শতকরা 30 ভাগ
শতকরা 32 ভাগ
শতকরা 33 ভাগ
825. প্রাকৃতিক গ্যাসের মধ্যে হাইড্রোকার্বনের পরিমাণ কত?
শতকরা 15 ভাগ
শতকরা ৪ ভাগ
শতকরা 20 ভাগ
শতকরা 10 ভাগ
826. কোল গ্যাসে হাইড্রোজেনের পরিমাণ কত?
শতকরা 40 ভাগ
শতকরা 45 ভাগ
শতকরা 47 ভাগ
শতকরা 42 ভাগ
827. থার্মোডায়নামিক্স সাইকেলসমূহ নিম্নের কোন কাজটি করে থাকে?
তাপ উৎপাদন
তাপ সঞ্চালন
তাপের প্রয়োগ
সবক'টি
828. স্টিম প্রাইম মুভার কাজ কোনটিতে?
তাপবিদ্যুৎ কেন্দ্রে
পানিবিদ্যুৎ কেন্দ্রে
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে
829. বাংলাদেশের সাভারে স্থাপিত পরমাণু গবেষণা চুল্লির ক্ষমতা কত?
1 মেগাওয়াট
2 মেগাওয়াট
3 মেগাওয়াট
4 মেগাওয়াট
830. চট্টগ্রামের রাউজানে তাপবিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ কত সালে শেষ হয়?
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
831. ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ কত?
35%
45%
35%
65%
832. প্রডিউসার গ্যাসে বেশি থাকে কোনটি?
কার্বন মনোক্সাইড
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
833. ভোলার শাহবাজপুরে আবিষ্কৃত গ্যাস খনিটি কততম?
13তম
14তম
15তম
1৪তম
834. বেস লোড প্লান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
এম. এইচ. ডি. প্লান্ট
জ্বালানি সেল প্লান্ট
835. কোল গ্যাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
শতকরা 1 ভাগ
শতকরা 3 ভাগ
শতকরা 4 ভাগ
শতকরা 5 ভাগ
836. শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
কর্ণফুলি
পশুর
মহেসখালী
চন্দ্রঘোনা
837. রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা কত?
১১০ মেগাওয়াট
৪৩৮ মেগাওয়াট
২৩০ মেগাওয়াট
৬০ মেগাওয়াট
838. বিদ্যুৎ উৎপাদনে ম্যাগনেটো হাইড্রোডাইনামিক যে সূত্র মেনে চলে তা হলো-
লেনজের সূত্র
ফেরাডের ইলেকট্রোম্যাগনেটিক সূত্র
ফেরাডের ইলেকট্রোলাইটিক সূত্র
ফ্লেমিং-এর সূত্র
839. কোল গ্যাসে অন্যান্য হাইড্রোকার্বনের পরিমাণ কত?
শতকরা 3 ভাগ
শতকরা 4 ভাগ
শতকরা 5 ভাগ
শতকরা 7 ভাগ
840. স্টিম গতিশীল ব্লেডের উপর দিয়ে যাওয়ার সময় হ্রাস পায় কোনটি?
চাপ
তাপ
গতি
ওজন