মেট্রোলজি MCQ
181. কোনো যন্ত্র বা যন্ত্রাংশের মূল সাইজকে তার - সাইজ বলে।
বেসিক
নমিনাল
ক ও খ
কোনোটিই নয়
182. রেডিয়াস গেজের অপর নাম কী?
ফিলেট গেজ
হোল গেজ
প্লাগ গেজ
স্লিপ গেজ
183. টেপার গেজের সাহায্যে কী নির্ণয় করা হয়?
ছিদ্রের ব্যাস
ছিদ্রের উচ্চতা
ছিদ্রের ক্ষেত্রফল
ধাতুর পুরুত্ব
184. সাইনবারের সাহায্যে কী পরিমাপ করা হয়?
কোণ
দূরত্ব
ব্যাস
ঢাল
185. অপারেশনের সময় কোন গেজের মাধ্যমে পরীক্ষা করা হয়?
ওয়ার্কিং গেজ
মাস্টার গেজ
পরিদর্শন গেজ
কোনোটিই নয়
186. অপারেশন শেষে কোন গেজের মাধ্যমে পরীক্ষা করা হয়?
ওয়ার্কিং গেজ
মাস্টার গেজ
পরিদর্শন গেজ
কোনোটিই নয়
187. আল্ট্রাসনিক পরিদর্শন প্রক্রিয়া কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
188. কোনটি ডাউয়েল (Dowel) পিনের বৈশিষ্ট্য?
প্যাঁচযুক্ত
টেপার
সমান্তরাল
প্যাঁচবিহীন
189. পরিমাপের আন্তর্জাতিক তাপমাত্রা কত?
30°C
15°C
20°C
10°C
190. 12.5cm দৈর্ঘ্যের একটি সাইনবার দিয়ে প্রাপ্ত কোণের পরিমাপ 34.25° হলেও h1 এবং h2 উচ্চতার পার্থক্য বাহির কর।
70.9mm
80mm
70.35mm
70.8min
191. সাইনবার কী ধরনের যন্ত্র?
দৈর্ঘ্যে পরিমাপক
কোণ পরিমাপক
ছিদ্র পরিমাপক
উপরের সবগুলো
192. ডায়াল টেস্ট ইন্ডিকেটর-এর সরণ কন্টাক্ট পয়েন্টের সাথে কীরূপ?
সমান্তরাল
সোজাসুজি
লম্ব
আড়াআড়ি
193. ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী ফিট কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫প্রকার
194. লিমিট গেজের কয়টি প্রান্ত থাকে?
২টি
৩টি
৫ টি
৬ টি
195. নিচের কোনটি ওয়ার্কিং গেজ ?
প্লাগ গেজ
ডেপথ গেজ
স্ল্যাগ লেজ
স্লিপ গেজ
196. সাইনবার দ্বারা কত ডিগ্রির উপরে পরিমাপ করা ঠিক নয়?
30 ডিগ্রি
60 ডিগ্রি
20 ডিগ্রি
10 ডিগ্রি
197. যখন কোনো মেশিনে অপারেশন করা হয় তখন ছিদ্রের ভিতরের ব্যাস মাপার জন্য কোন গেজ ব্যবহার করা হয়?
স্লিপ গেজ
টেলিস্কোপিক গেজ
ভায়াল গেজ
রিং গেজ
198. 1 মাইক্রন সমান কত মিমি?
0.02mm
0.001mm
0.05mm
0.08mm
199. একটি টেপারের বড় ব্যাস 5cm, ছোট ব্যাস 2cm এবং দৈর্ঘ্য 10cm হলে টেপারের কোণ কত হবে?
8.53°
9°
8°
10°
200. বস্তুর বাইরের ব্যাস পরীক্ষার জন্য কোন গেজ ব্যবহার করা হয়?
প্লাগ গেজ
রিং গেজ
ফর্ম গেজ
ডায়াল গেজ