Image
মেট্রোলজি MCQ
41. মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কপিসের সাপেক্ষে টুলের বেগকে বলে-
শিয়ার বেগ
কাটিং বেগ
টুল বেগ
বেন্ডিং
42. In absence of parallelism, what is the size of slip gauge?
Distance between two measuring faces
Distance between the centre of the exposed face to the surface of a body
Distance between the top edge of the exposed surface and same edge of a body
Distance between contacting part of gauge and body
43. The instrument which has all the features of try-square, bevel protector, rule and scriber is –
outside micromere
vernier caliper
combination set
none of the above
44. ফেন্ট বন্ডে পলিশিং কম্পাউন্ড হিসাবে কী ব্যবহৃত হয়?
লোহা
চামড়া
সিমেন্ট
প্লাস্টিক
45. আধুনিক জিগ বোরিং মেশিনে কেমন সুক্ষ্মতা পাওয়া যায়?
0.01 ইঞ্চি পর্যন্ত
0.0001 ইঞ্চি পর্যন্ত
0.001 ইঞ্চি পর্যন্ত
0.00001 ইঞ্চি পর্যন্ত
46. কোনো একটি জবের নির্দিষ্ট একটি হোলকে পিন, বাটন, লোকেট করার প্রক্রিয়াকে বলে-
ট্রেসার
পিন হোল
প্যান্টোমিল
হোল লোকেশন
47. চিপবিহীন উৎপাদনকারী মেশিন কোনটি?
লেদ
শেপার মেশিন
মিলিং মেশিন
শিয়ারিং মেশিন
49. চিপসহ দ্রব্য উৎপাদনকারী মেশিন টুলস কোনটি?
শিয়ারিং মেশিন
মিলিং মেশিন
প্রেস মেশিন
রোলিং মেশিন
50. টুল ডিজাইনে EDM-এর অর্থ কী?
Electronic Discharge Machining
Electro Discharge Machining
Electra Discharge Machining
Electrical Discharge Machining
51. ইঞ্জিনিয়ারিং-এর যে অংশ বিভিন্ন ধরনের টুলস-এর ডিজাইন, গঠন, তৈরি পদ্ধতি, ম্যাটেরিয়ালস, কার্যপদ্ধতি, ত্রুটিবিচ্যুতি, সুবিধা-অসুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাকে বলে-
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ডিজাইন ইঞ্জিনিয়ারিং
টুলস ইঞ্জিনিয়ারিং
কোনোটিই নয়
52. কাটিং, টুলের ব্যাক ব‍্যাক অ্যাঙ্গেল কমবেশি হলে কী হয়?
জবের কাটিং সারফেস মসৃণ হয়
জবের কাটিং সারফেস অমসৃণ হয়
চিপ গঠন সুন্দর হয়
কোনোটিই হয় না
53. টুল ফেস এবং কাটিং পয়েন্টে মেশিনিংকৃত সারফেসের সাথে স্পর্শক রেখার মধ্যবর্তী কোণকে --বলে।
নোজ রেডিয়াস
কাটিং অ্যাঙ্গেল
লিপ অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
54. What is the permissible gauge error for Grade 0? (1 is length of slip gauge in mm) --
±(0.1+0.0021)µm
± (0.2-0.0021)µm
± (0.1+0.021)µm
± (0.1+0.0051) µm
55. In a unilateral system of tolerance, the tolerance is allowed on-
one side of the actual size
one side of the nominal size
both sides of the actual size
both sides of the nominal size
56. টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে বলে-
লিপ অ্যাঙ্গেল
ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
কাটিং অ্যাঙ্গেল
58. Why ceramic slip gauges is better than steel dip gauges?
Due to its wringing capability
Due to its resistance to impact
Due to its resistance to wear
Due to its thergual expansion
59. মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কপিসের সাপেক্ষে চিপের বেগকে বলে-
শিয়ার বেগ
কাটিং বেগ
টুল বেগ
কাটিং স্পিড
60. টুলের দুইটি পর্যায়ক্রমিক গ্রাইন্ডিং-এর মধ্যে যে সময় অতিবাহিত হয়, তাকে বলে-
টুল জিওমেট্রি
টুল লাইফ
টুল অ্যাঙ্গেল
কোনোটিই নয়