43.  মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কপিসের সাপেক্ষে চিপের বেগকে বলে- 
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: শিয়ার বেগ মেটাল কাটিং প্রক্রিয়ায় প্রয়ার্কসিসের সাপেদে চিপের বেগ হলো শিয়ার বেগ।
মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কশিসের সাপেক্ষে টুলের বেগ হলো কাটিং বেগ।
কাটিং স্পিড (Cutting speed) ঘূর্ণায়মান জবের পরিবি বরাবর কাটিং টুল প্রতি মিনিটে যত মিটার দূরত্ব অতিক্রম করে, তাকে কাটিং স্পিড বলে।