255. পানির স্ফুটনাঙ্ক কত?
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানি একটি তরল পদার্থ। প্রকৃতিতে পানি তিন অবস্থা বা দশায় (State) বিরাজ করে যেমন- কঠিন (বরফ), তরাদ (পানি) এবং য্যাসীয় বা বায়বীয় (জলীয় বাষ্প) বরফকে তাপ দিলে বরফ গলে তরল পানিতে পরিণত হয়, তরল পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, বাষ্পকে শীতল করলে আবার তরল পানিতে পরিণত হয়, তরল পানিকে শীতল করলে তা বরফে পরিণত হয়। বরফের গলনাঙ্ক ০° সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক ১০০° সেলসিয়াস।