MCQ
21. A person who always doubts is called a/an:
anarchist
stoic
skeptic
pessimist
22. The verb from of 'television' is:
ele sight
televisioned
televise
tele site
23. Noun from of the word 'beautiful' is:
beautifully
beauty
beautify
beauteous
24. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
২৩০০ মিমি
২৪০০ মিমি
১৭০০ মিমি
২১০০ মিমি
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেমি বা ২০৩০ মিমি। এখানে সঠিক উত্তর নেই।
25. কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ?
বিলাতি
বিরতি
বিফল
বিকাল
26. 'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
বিষ্ণু দে
কাজী নজরুল ইসলাম
বুদ্ধদেব বসু
হুমায়ুন কবির
ব্যাখ্যা: তথ্য: বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকা বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা এবং কবিতা বিষয়ক আলোচনা জন্য চিরস্মরণীয়। তার সম্পাদিত আরো একটি পত্রিকা 'প্রগতি'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র অবস্থায় তিনি যুক্ত ছিলেন 'বাসন্তিকা' পত্রিকা প্রকাশের সঙ্গে।
27. একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি সংখ্যাটি কত?
১০২
২০৪
৫২
৮৪
ব্যাখ্যা: ধরি সংখ্যাটি = x
প্রশ্নমতে, x/2-x/3=17
=> x /6 = 17
=> x = 102
সুতরাং, সংখ্যাটি = ১০২
29. অলক শব্দের অর্থ কী?
দুল
ফুল
কুল
চুল
ব্যাখ্যা: তথ্য: অলক কপালের উপরের ও পাশের ছোট চুল, চূর্ণকুন্তল, কোঁকড়ানো চুলের গোছা।
30. ঐতিহাসিক' ছয়দফা' আনুষ্ঠানিকভাবে কোথায় ঘোষণা করা হয়?
লাহোর
রাওয়ালপিন্ডি
ঢাকা
করাচি
ব্যাখ্যা: তথ্য: ১৯৬৬ সালে ৫ ও ৬ ফেব্রুয়ারি পাস্তিানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার
লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।
31. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬, ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
১৪১
৮৯
২৪৮
১৭০
ব্যাখ্যা: ২৪,৩৬ এবং ৪৮ এর ল.সা.গু= 2x2x2x3x 3 x 2 = 144 2x3x3x2=1 সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১৪৪-৩=১৪১
32. Asian Development Bank (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্যাংকক
কুয়ালালামপুর
টোকিও
ম্যানিলা
ব্যাখ্যা: তথ্য: ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬। এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলার অবস্থিত।
33. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস' শ্যমল ছায়া'র রচয়িতা কে?
হুমায়ূন আহমেদ
সেলিনা হোসেন
আনোয়ার পাশা
আবু ইসহাক
ব্যাখ্যা: তথ্য: নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস' শ্যমল ছায়া'। তার রচিত আরো কয়েকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, অনীল বাগচীর একদিন আগুনের পরশমণি, সৌরভ।
34. ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?
৭২ টি
৫৩ টি
৫০ টি
৬৪ টি
ব্যাখ্যা: তথ্য: যৌথ নদী কমিশনের তথ্যমতে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী-সংখ্যা ৫৪টি এবং বাংলাপিডিয়ার তথ্য মতে ৫৫টি। এখানে এখানে সঠিক উত্তর নেই।
35. কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?
নূরলদীনের সারাজীবন
রক্তাক্ত প্রান্তর
শর্মিষ্ঠা
একেই কি বলে সভ্যতা
36. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
রাঙাআলু
ভাঙাগড়া
রসরঙ্গ
বঙ্গভঙ্গ
37. নিচের কোন এককটি বড়?
মিটার
হেক্টোমিটার
ডেসিমিটার
ডেকামিটার
38. ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
১৭৭৮
১৭৫০
১৭৮৯
১৭৭০
ব্যাখ্যা: তথ্য: ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে। এ বিপ্লবের স্থায়িত্ব ছিল ১৭৮৯ - ১৭৯৯ সাল পর্যন্ত। এ বিপ্লবের মূলনীতি ছিল স্বাধীনতা , সাম্য ও ভ্রাতৃত্ব।
39. বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?
মহাভারত
রামায়ন
শ্রীকৃষ্ণ কীর্তন
চর্যাপদ
ব্যাখ্যা: তথ্য: চর্যাপদ বাংলা ভাষায় প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নির্দশন।
নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতম রচনা এটি।
40. What type of sentence 'Work or you will fail' is ?
a complex sentence
a compound sentence
an optative sentence
a simple sentence