Image
MCQ
341. Standard Proctor test এ মাটিকে Compact করার জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন?
২.৫ কেজি
৩.৫ কোজ
৪.৫ কেজি
৫.৫ কেজি
342. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
344. Soil bearing capacity নির্ণয় করার জন্য plate load test ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ -
<300 mm
300 to 750 mm
750 mm to 1 m
> 1 m
348. The ratio of specific weight of a liquid to the specific weight of pure water at a standard temperature is called-
Density of liquid
Specific gravity of liquid
Compressibility of liquid
Surface tension of liquid
352. WBS এর ক্ষেত্রে কোনটি পরিলক্ষিত হয়?
ব্যাবস্থাপনা চক্রের ধাপ
প্রজেক্টের সুযোগ
প্রজেক্টের সময়
প্রজেক্টের মূল্য নির্ণয়
355. প্রজেক্ট নেটওয়ার্কে জমি Activity এর জন্য ব্যয়িত সময়-
উত্তরসূরি অ্যাকটিভিটির সময়।
শূণ্য
পূর্বসূরি অ্যাকটিভিটির সময়
কোনটিই নয়
357. কোন ধরনের soil angle of internal friction সবচেয়ে বেশি হবে ?
Angular grained loose sand
Angular grained dense sand
Clay
Round grained dense sand
359. কোন test এর মাধ্যমে soil এর permeability বের করা যায়?
Consolidation test
Direct shere test
Standard penetration test
কোনোটিই নয়
360. মাটির bulk density 22kN/m' এবং পানির পরিমাণ 10% হলে, dry density হবে?
18.6 kN/m³
20.0 kN/m³
22.0 kN/m³
23.2 kN/m³ .