MCQ
341. মাটির bulk density 22kN/m' এবং পানির পরিমাণ 10% হলে, dry density হবে?
18.6 kN/m³
20.0 kN/m³
22.0 kN/m³
23.2 kN/m³ .
342. The uniformity co-efficient of soil is defined as the ratio of-
D30 to Die10
D50 to D10
D50 to D10
D90 to D10
343. প্রজেক্ট নেটওয়ার্কে জমি Activity এর জন্য ব্যয়িত সময়-
উত্তরসূরি অ্যাকটিভিটির সময়।
শূণ্য
পূর্বসূরি অ্যাকটিভিটির সময়
কোনটিই নয়
344. The ratio of specific weight of a liquid to the specific weight of pure water at a standard temperature is called-
Density of liquid
Specific gravity of liquid
Compressibility of liquid
Surface tension of liquid
345. Which types of forces are generated during earthquake ?
Vertical Shear
Horizontal Shear
Bending moment
Combination of both horizonal Avertical Shear
346. Water content teste –
সিমেন্টের
বিটুমিনের
বালির
কোনোটিই নয়
347. The angle of internal friction of round grained loose sand is around -
5° to 25°
25° to 35°
30° to 35°
32° to 37
348. The unit weight of soil mass is also called -
dry density
bulk density
mass specific gravity
bulk specific gravity
349. Standard Proctor test এ মাটিকে Compact করার জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন?
২.৫ কেজি
৩.৫ কোজ
৪.৫ কেজি
৫.৫ কেজি
350. WBS এর ক্ষেত্রে কোনটি পরিলক্ষিত হয়?
ব্যাবস্থাপনা চক্রের ধাপ
প্রজেক্টের সুযোগ
প্রজেক্টের সময়
প্রজেক্টের মূল্য নির্ণয়
351. কোন test এর মাধ্যমে soil এর permeability বের করা যায়?
Consolidation test
Direct shere test
Standard penetration test
কোনোটিই নয়
352. A soil consolidated under the existing over burden pressure, is called-
Pre-consolidated.
Normally consolidated
Over. consolidated .
None of those
353. ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয়
RCC
DPC
Plaster
Lime Concrete
354. The degree of saturation for saturated soil is -
0.25
0.50
0.75
1.00
355. Soil bearing capacity নির্ণয় করার জন্য plate load test ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ -
<300 mm
300 to 750 mm
750 mm to 1 m
> 1 m
356. maximaum size of the particles of the clay is About -
0.1 mm
0.02 mm
0.002 mm
0.0002 mm
357. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
358. কোন ধরনের soil angle of internal friction সবচেয়ে বেশি হবে ?
Angular grained loose sand
Angular grained dense sand
Clay
Round grained dense sand
359. Water content of soil can;
never be greater than 00%
be less than 50%
from 0 to 100%
be greated than 100%
360. The specific gravity of sandy soil is around -
1.55
2.15
2.35
2.65