MCQ
2441. কোন মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি?
আফ্রিকা (৫৬ টি দেশ)
ইউরেশিয়া
এশিয়া
উত্তর আমেরিকা
2442. আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ-
সিচেলিস
বতসোয়ানা
তিউনিসিয়া
বেনিন
2443. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
ব্রিটিশ আমলে
সুলতানি আমলে
মুঘল আমলে
স্বাধীন নবাবী আমলে
2444. আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?
আলজেরিয়া
সুদান
মিশর
লিবিয়া
2445. মুঘল আমলে সুবা বাংলার রাজধানী -
সোনারগাঁও
মুর্শিদাবাদ
রাজমহল
জাহাঙ্গীরনগর
2446. প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল
খ্রিস্টপূর্ব ৯ম শতক
খ্রিস্টপূর্ব ৮ম শতক
খ্রিস্টপূর্ব ৪র্থ শতক
খ্রিস্টপূর্ব ৫ম শতক
2447. এশিয়ার সর্বউত্তরের বিন্দু নিচের কোথায়?
ইন্দোচীন
চেলিউস্কিনের অগ্রভাগ
বেবা অন্তরীপ
কোনটি নয়
2448. আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ইউরোপ
অস্ট্রেলিয়া / ওশেনিয়া
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
2449. আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
নেপাল
ভূটান
মালদ্বীপ
থাইল্যান্ড
2450. পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশও বটে?
জাপান
নিউজিল্যান্ড
আলাস্কা
অস্ট্রেলিয়া
2451. গঙ্গারিডাই বা গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস
হিন্দু ধর্মগ্রন্থ
বৌদ্ধ ধর্মগ্রন্থ
গ্রিক লেখকদের বিবরণ
চৈনিক পরিব্রাজকদের বিবরণ
2452. বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত?
১৯২ টি
১৯৩ টি
১৯৪ টি
১৯৫ টি
2453. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
এশিয়া
আফ্রিকা
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
2454. নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে এর কততম শতাব্দী অতিক্রম করেছে?
২য়
৩য়
৪র্থ
৫ম
2455. গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন।
ফিলিপ
নেপোলিয়ন
আলেকজান্ডার
সিজার
2456. ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম / ভারতীয় উপমহাদেশের বৃহৎ সাম্রাজ্যের নাম কী?
গুপ্ত সাম্রাজ্য
চন্দ্র সাম্রাজ্য
মৌর্য সাম্রাজ্য
কুষাণ সাম্রাজ্য
2457. নিচের কোনটি একটি স্বাধীন দেশ?
ওয়াশিংটন
হংকং
রিয়াদ
কোনোটিই নয়
2458. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশকোনটি?
আফ্রিকা
এশিয়া
দক্ষিণ আমেরিকা
উত্তর আমেরিকা
2459. গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল?
কশৌজ
কাশ্মীরে
উড়িষ্যায়
বাংলায়
2460. এশিয়ার দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?
উত্তর আমেরিকা
আফ্রিকা
আমেরিকা
এশিয়া