Image
MCQ
2481. থমাস জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেডিডেন্ট?
দ্বিতীয়
ষষ্ঠ
চতুর্থ
তৃতীয়
2482. আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
ভারত
চীন
আফগানিস্তান
পাকিস্তান
2484. কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাইজে বসবাস করেননি?.
আব্রাহাম লিংকন
বেঞ্জামিন হ্যারিসন
জর্জ ওয়াশিংটন
রুজভেল্ট
2485. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
আফ্রিকা
ইউরেশিয়া
এশিয়া
উত্তর আমেরিকা
2486. এশিয়া মহাদেশের আয়তন কত?
২ কোটি ৬৪ বর্গ কি.মি.
১ কোটি ৮৪ বর্গ কি.মি.
১০ কোটি ৭৪ বর্গ কি.মি.
৪ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার বর্গ কি.মি.
2487. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে?
জর্জ ওয়াশিংটন
জর্জ বুশ
আব্রাহাম লিংকন
থিওডর রুজভেল্ট
2488. এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের কতগুণ?
চারগুণ
সাড়ে চারগুণ
দেড়গুণ
ছয়গুণ
2489. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম—
ক্রেমলিন
হোয়াইট হাউস
বুশ হাউস
হোয়াইট হল
2491. মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বা অভিসংশনের ক্ষমতা রাখে-
জনগণ
কংগ্রেস
সুপ্রিম কোর্ট
রাষ্ট্র
2492. হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের কোন শহরে অবস্থিত?
নিউইয়র্ক
ওয়াশিংটন
শিকাগো
হনলুলু
2493. সম্রাট আকবরের সময় ১৫৭৬ সালে নিম্নের কোন রাজ্য বিজিত হয়?
কাবুল
বাংলা
সিন্ধু
কাশ্মীর
2494. এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি?
৩৩টি
৩৫টি
৫৩টি
৪৪টি
2495. যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন?
ডেমোক্রেটিক পার্টি
রিপাবলিকান পার্টি
ফেডারেলিস্ট পার্টি
উইগ পার্টি
2496. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচি হওয়ার জন্য ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন?
২৭২
২১৭
২৭০
২৬৮
2497. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? / প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
চাঁপাইনবাবগঞ্জ
রাজশাহী
বগুড়া
কুমিল্লা
2499. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয়—
১০ নং ডাউনিং
পেন্টাগন
ওয়াইট হাউস
ওভাল অফিস
2500. হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট --
থমাস জেফারসন
জর্জ ওয়াশিংটন
জন এডামস
জন মনরো