MCQ
2561. পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
হর্ষবর্ধন
বানভট্ট
লক্ষ্মণ
সামন্ত সেন
2562. 'চিকেন নেক' কোনটি?
শিলিগুড়ি করিডোর
কোলিল করিডোর
দুই জার্মানির সংযোগস্থল
তিনবিঘা করিডোর
2563. কানাডার ফরাসি ভাষা জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে?
আলবার্টা
কুইবেক
মেনিটোবা
নোভাস্কোশিয়া
2564. মাৎস্যন্যায় নির্দেশ করে
পাল পরবর্তীকাল
সেন পরবর্তীকাল
ব্রিটিশ শাসনামল
শশাঙ্ক পরবর্তীকাল
2565. ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়--
কেরালা
মনিপুর
ত্রিপুরা
মিজোরাম
2566. বিশ্বে এমন দুইটি দেশ আছে যাদের মধ্যে একটি দেশের ম্যাপ আঁকলে অন্য দেশটি ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আঁকা হয়ে যাবে, সেই দেশ দুইটির নাম হলো--
ভারত-পাকিস্তান
ইরাক-ইরান
ভারত- বাংলাদেশ
ভারত - চীন
2567. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? / মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? / মৌর্য বংশের প্রথম সম্রাট কে?
অশোক মৌর্য
চন্দ্রগুপ্তমৌর্য
সমুদ্র গুপ্ত
কোনটিই না
2568. অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
মৌর্য
গুপ্ত
পুষ্যভূতি
কুশান
2569. হর্ষবর্ধনের সভাকবি
কালিদাস
বানভট্ট
মেগাস্থিনিস
সন্ধ্যাকর নদী
2570. 'দেরাদুন' কোন দেশে অবস্থিত ?
আফগানিস্তার
থাইল্যান্ড
মিয়ানমার
ভারত
2571. পাটালিপুত্র রাজধানী ছিল
গুপ্তদের
সেনদের
পালদের
মৌর্যদের
2572. ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়?
উত্তরাঞ্চল
উত্তর- পশ্চিমাঞ্চল
উত্তর পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
2573. মাৎস্যন্যায় বাংলায় কোন সময়কাল নির্দেশ করে?
৫ম - ৬ষ্ঠ শতক
৬ষ্ঠ - ৭ম শতক
৭ম ৮ম শতক
৮ম ৯ম শতক
2574. মাৎস্যন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত?
মাছবাজার
ন্যায় বিচার প্রতিষ্ঠা
মাছ ধরার নৌকা
আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
2575. মাৎস্যন্যায় সম্পর্কে জানার উৎস
তারনাখের বিবরণ
সন্ধ্যাকর নন্দীর বিবরণ
হর্ষচরিত
আর্যমঞ্জুশ্রীমূলকল্প
2576. কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম-
ডেভিড ক্যামেরন
পিয়ের ট্রডো
জাস্টিন ট্রডো
এড ব্রডবেন্ট
2577. কোন স্থানে পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয়?
কোয়েটা, ভারত
কটক, ভারত
মৌসিনরাম, ভারত
সিলেট, বাংলাদেশ
2578. 'হর্ষচরিত' গ্রন্থটি রচনা করেন?
হর্ষবর্ধন
সাখ কিলহন।
বানভট্ট
কৌটিল্য
2579. কখন সিকিম ভারতের সাতে একীভূত হয়?
১৯৭২
১৯৭৫
১৯৭৩
১৯৭৪
2580. মাৎস্যন্যায় নির্দেশ করে
মৎস্যময় বাংলাদেশ
রাজনৈতিক পরিস্থিতি
মৎস্যময় ভারত
প্রাকৃতিক পরিস্থিতি