Image
MCQ
2541. কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সম্রাট অশোক
সমুদ্রগুপ্ত
ধর্মপাল
2542. স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
স্পেন
ফ্রান্স
পর্তুগাল
গ্রেট ব্রিটেন
2543. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? / গুপ্ত বংশের প্রথম রাজা কে?
প্রথম চন্দ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সমুদ্র গুপ্ত
কুমার গুপ্ত
2544. সম্রাট আশোকের রাজত্বকাল ছিল
খ্রিষ্টপূর্ব ২৭৩ - ২৩২ অব্দ
খ্রিষ্টপূর্ব ২৭৬-২৩০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৩২৮-৩০০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৩২০ - ৩৪০ খ্রিষ্টাব্দ
2545. চাণক্য ছিলেন প্রাচীন ভারতে একজন বিখ্যাত -
কৃষিবিদ
অর্থনীতিবিদ
কূটনীতিক
রাজা
2546. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? / কোন যুদ্ধের কারণে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
হিদাস্পিসের যুদ্ধ
কলিঙ্গের যুদ্ধ
মেবারের যুদ্ধ
পানিপথের যুদ্ধ
2548. ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত ?
দক্ষিণ আমেরিকা
উত্তর আমেরিকা
এশিয়া
ইউরোপ
2549. কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত?
মৌর্যযুগ
শৃঙ্গযুগ
কুষাণযুগ
গুপ্তযুগ
2550. নিকারাগুয়া কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
দক্ষিণ আমেরিকা
উত্তর আমেরিকা
মধ্য আমেরিকা
মধ্য আফ্রিকা
2552. কৌটিল্য কার নাম?
প্রাচীন রাজনীতিবিদ
প্রাচীন অর্থশাস্ত্রবিদ
পন্ডিত
রাজ করি
2553. বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন কাকে বলা হয়?/ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
অশক
চন্দ্রগুপ্ত
মহাবীর
গৌতম বুদ্ধ
2554. কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট কে?
রোড্রিগো চ্যাভেজ
কার্লোস আলভারদো
ম্যানুয়াল জেলায়া
ফিলিপ পেটেন
2556. কোনটি মধ্য আমেরিকার দেশ?
ভেনিজুয়েলা
মেক্সিকো
পেরু
বেলিজ
2557. 'অর্থশাস্ত্র' বইটি কে রচনা করেন?
কৌটিল্য
কনফুসিয়াস
ম্যাক্স ওয়েবার
ট্যালকট পারসন্স
2558. মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
ইউরোপ
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
2559. চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
মৌর্য
প্রথম চন্দ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সমুদ্রগুপ্ত
2560. নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ নয়?
কোস্টারিকা
গুয়েতমালা
কিউবা
হন্ডুরাস