Image
MCQ
4681. নিচের কোন স্থানটি অন্য স্থানগুল হতে আলাদা?
মুজিবনগর
থিয়েটার রোড, কলকাতা
রেসকোর্স ময়দান
কেন্দ্রীয় শহিদ মিনার
4682. ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র -
আব্দুস সালাম
আবুল বরকত
রফিক উদ্দিন
সকলেই
4683. কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
২৩ মার্চ, ১৯৫২
২৩ মার্চ, ১৯৫৪
২৩ মার্চ, ১৯৫৬
২৩ মার্চ, ১৯৬২
4684. ১৯৫২ সালের কোন তারিখে প্রথম শহিদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয়?
২১ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি
২৩ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি
4685. শহিদ মিনারের নকশা কে করেন?
শিল্পী ফনিভূষণ
শিল্পী মুর্তজা বশীর
শিল্পী নিতুন কুন্ডু
শিল্পী মৃণাল হক
4686. ৭১ ফুট উচ্চতা বিশিষ্ট দেশের সর্বোচ্চ শহিদ মিনার কোনটি ?
কেন্দ্রীয় শহিদ মিনার
কুয়েট শহিদ মিনার
বুয়েট শহিদ মিনার
জাহাঙ্গীরনগর শহিদ মিনার
4687. ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির প্রথম শহিদ -
রফিক
সালাম
বরকত
জব্বার
4688. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কী বার ছিল?
বৃহস্পতিবার
শুক্রবার
শনিবার
রবিবার
4689. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল?
খোকা
আবাই
আবু
আবুল
4690. বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম শহিদ মিনার স্থাপিত হয়?
অস্ট্রেলিয়া
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
চীন
4691. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
এক রাজনৈতিক মতবাদের
এক সাংস্কৃতিক আন্দোলনের
এক নতুন জাতীয় চেতনার
এক নতুন সমাজ ব্যবস্থার
4692. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?
১৯৫৩ সালে
১৯৫৪ সালে
১৯৫৬ সালে
১৯৫৫ সালে
4694. ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাঁদের একজনের নাম / বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন কে?
ইকবাল
আসাদ
সালাম
নূর হোসেন
4695. ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার কে উন্মোচন করেন?
শহিদ শফিউরের বাবা
শহিদ জব্বারের বাবা
শহিদ বরকতের মা
শহিদ সালামের বাবা
4696. বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
৯ মে, ১৯৫৪
২২ ফেব্রুয়ারি, ১৯৫৩
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬
২১ ফেব্রুয়ারি, ১৯৫২
4697. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি / নকশাকার কে?
হামিদুর রহমান
শামীম সিকদার
আমিনুল ইসলাম
নিতুন কুন্ডু
4698. বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহিদ মিনার নির্মিত হয়?
বাহরাইনে
সংযুক্ত আরব আমিরাতে
মিশরে
ওমানে
4699. ২১ ফেব্রুয়ারি প্রথম শহিদ দিবস পালিত হয়
১৯৫২ সালে
১৯৫৩ সালে
১৯৫৮ সালে
১৯৫৫ সালে
4700. যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ---
পাঁচ
তিন
ছয়
চার