EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে?
১৯৯৮
১৯৯৯
২০০০
২০০১
2. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
১৪ এপ্রিল
১৬ ডিসেম্বর
২১ ফেব্রুয়ারি
২৬ মার্চ
3. কত সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয়?
১৯৬০
১৯৭৮
১৯৮০
১৯৮২
4. বাংলাদেশ সরকার 'বাংলা ভাষা প্রচলন আইন' পাস করে / সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়?
১৯৭২ সালে
১৯৭৫ সালে
১৯৮৭ সালে
১৯৯৯ সালে
5. ভাষা শহিদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কী?
অপরাজেয় বাংলা
অঙ্গীকার
মোদের আশা
মোদের গরব
6. ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
আসাম
মিজোরাম
ত্রিপুরা
ঝাড়খন্ড
7. ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
৩০তম
৩১তম
৩২তম
৩৩তম
8. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কোন দেশ বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট প্রকাশ করেছে?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
কানাডা
ভারত
9. কবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? / কবে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারন পরিষদের সম্মেলন থেকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? / আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি লাভ করে?
১৭ নভেম্বর, ১৯৯৯
১৭ নভেম্বর, ২০০০
১৯ নভেম্বর, ১৯৯৯
২১ নভেম্বর, ১৯৯৯
10. একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী?
শিল্পকলা একাডেমি
গ্রন্থাগার অধিদপ্তর
শিক্ষা অধিদপ্তর
বাংলা একাডেমি
11. কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?
ইউনিসেফ
আইএমএফ
ইউএনডিপি
ইউনেস্কো
12. বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কী?
ভাষার কথা
ভাষার স্বাধীনতা
মোদের গরব
দুরন্ত
13. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কতটি দেশ পালন করেছে?
১৭৬
১৭৮
১৮৮
১৯০
14. কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
২০০০ সালে
২০০১ সালে
15. বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? / বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা?
কঙ্গো
ঘানা
সিয়েরালিয়ন
মোজাম্বিক
16. বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম মাতৃভাষা স্মৃতিসৌধটি নির্মিত হয় কোথায়?
ব্রিজবেন, অস্ট্রেলিয়া
পার্থ, অস্ট্রেলিয়া
সিডনি, অস্ট্রেলিয়া
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
17. কখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিমার্ণ কাজের উদ্বোধন হয়?
১৫ মার্চ, ১৯৯৯
১৫ মার্চ, ২০০০
১৫ মার্চ, ২০০১
২১ মার্চ, ২০০২
18. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য -
ভাষা অধিকার
মাতৃভাষার জনপ্রিয়তা
মাতৃভাষার বিদেশে প্রচার
মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি
19. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
সেগুনবাগিচা, ঢাকা
বেইজিং, চীন
প্যারিস, ফ্রান্স
জাতিসংঘ ভবন, নিউইয়র্ক
20. অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়