MCQ
41. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
সিলেট
পঞ্চগড়
মৌলভীবাজার
কক্সবাজার
42. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
রামসাগর
সোনার গাঁ
আড়িয়াল বিল
টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশে মোট প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আছে ১৩টি। কয়েকটি উল্লেখযোগ্য সংকটাপন্ন এলাকা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, সুন্দরবন, কক্সবাজার, টেকনাফ।
43. বর্তমানে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান কে?
ভারত
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
ইংল্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০১৯ সালে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্সআপ হয় নিউজিল্যান্ড।
44. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
ইতালি
জার্মানি
জাপান
ফ্রান্স
45. আরব বসন্তের উত্থান কোন দেশ হতে হয়েছিল?
মিসর
লিবিয়া
ইরাক
তিউনিসিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া থেকে। ২০১১ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছেন। গণবিক্ষোভের শুরু মিশরে এরপর তা লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
46. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। এটি বাংলাদেশ-মায়ানমারের (বার্মার) মধ্যবর্তী সীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৩৬৪ মিটার।
47. উলানবাটোর কোন দেশের রাজধানী?
ইন্দোনেশিয়া
ফিলিপাইন
আজারবাইজান
মঙ্গোলিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আজারবাইজান, মঙ্গোলিয়া ইত্যাদির রাজধানী যথাক্রমে জাকার্তা, ম্যানিলা, বাকু ও উলানবাটোর।
48. কিউবার রাজধানীর নাম কী?
সান্টিয়াগো
হাভানা
কারাকাস
মানামা
ব্যাখ্যা: ব্যাখ্যা: চিলির রাজধানীর নাম সান্টিয়াগো, ভেনিজুয়েলার রাজধানী কারাকাস, কিউবার রাজধানী হাভানা এবং বাহরাইনের রাজধানী মানামা।
49. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপ হচ্ছে মহেশখালী, সোনাদিয়া এবং কুতুবদিয়া। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হলে সুন্দরবন
50. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
দশটি
এগারোটি
বারোটি
নয়টি
51. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন আহমদ
সৈয়দ নজরুল ইসলাম
এম মনসুর আলী
52. I could not - laughing.
but
help
assist
though
53. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
নেদারল্যান্ড
সুইজারল্যান্ড
ফ্রান্স
জার্মানি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের বিচার বিভাগীয় সংস্থা। আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয় নেদারল্যান্ডের হেগ নগরীতে অবস্থিত। এ আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন এবং বিচারকদের মেয়াদকাল ৫ বছর।
54. মালয়েশিয়ার মুদ্রার নাম কী?
দিনার
রিংগিত
ক্রোমা
ইয়েন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাহরাইন, লিবিয়া, তিউনিশিয়া, সার্বিয়া প্রভৃতি দেশের মুদ্রার নাম দিনার। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা, মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিত এবং জাপানের মুদ্রার নাম ইয়েন।
55. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
কাতার
দক্ষিণ কোরিয়া
জাপান
রাশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরবর্তী ফুটবল বিশ্বকাপ তথা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর, যা অনুষ্ঠিত হবে মুসলিম দেশ কাতারে। সেখানে অংশগ্রহণ করবে মোট ৩২টি দেশ।
56. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
প্রথম ভাগ
তৃতীয় ভাগ
দ্বিতীয় ভাগ
পঞ্চম ভাগ
57. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
প্যারিস
লন্ডন
হেগ
ওয়াশিংটন
ব্যাখ্যা: ব্যাখ্যা: লুভর মিউজিয়াম ফ্রান্স-এর প্যারিসে সিন নদীর তীরে অবস্থিত। লুভর মিউজিয়ামের আয়তন প্রায় ৮ লক্ষ বর্গফুট। এ ছাড়া এখানেই রয়েছে লিওনার্দো দ্যা ভিঞ্চির অঙ্কিত পৃথিবীখ্যাত ঐতিহাসিক ছবি 'মোনালিসা'।
58. প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে কয়টি রাষ্ট্র হয়েছে?
১৫টি
১৬টি
১৭টি
১৮টি
59. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
৬%
৭%
৮%
৯%
ব্যাখ্যা: নোট: পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০১৮-১৯ এর জাতীয় প্রবৃদ্ধির হার ছিল ৮.১৩ শতাংশ। ২০২১-২২ এ প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭.২ শতাংশ।
60. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
১০ এপ্রিল, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭২