MCQ
281. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রয়োজন?
আয়তাকার নচ
ভি-নচ
ট্রাপিজয়ডাল নচ
কোনোটিই নয়
282. ভেনাকন্ট্রাক্টাতে জেটের গতিবেগ-
কম
বেশি
মধ্যম
সর্বোচ্চ
283. জেটের সংকোচন ও গতি হ্রাসের কারণে প্রকৃত নির্গমন ও কারণিক নির্গমনের অনুপাতকে বলা হয়-
Cc
Cd
Cv
Cr
284. পিটট টিউবের কাচনলের নিম্নাংশ কত ডিগ্রি বাঁকা?
60°
45°
90°
30°
285. আংশিক সাবমার্জড অরিফিসের মধ্য দিয়ে নির্গমনের সূত্র-
Q=Q1+ Q2
Q=av
Q= Q1/Q2
Q =a/v
286. বৃহৎ অরিফিস হিসাবে বিবেচনা করা হয় যখন প্রাপ্য হেড অরিফিস হেড উচ্চতার ৫ গুণ অপেক্ষা-
বেশি
মধ্যম
কম
সবগুলো
287. মাউথপিস অরিফিসের সাথে সংযোগ থাকে-
বাইরে
ভিতরে
ভিতরে ও বাইরে
কোনোটিই না
288. অরিফিস হেডের অপচয় ও পানির হেডের অনুপাতকে বলে-
Cc
Ca
Cd
Cr
289. মাউথপিসের ধার-
অমসৃণ
রাফ
মসৃণ
তীক্ষ্ণ
290. যখন কোনো অরিফিস দিয়ে তরল প্রবাহিত হতে থাকে-
√2gH
Cd√2gH
Cv√2gH
Cc√28H
291. ভেনাকন্ট্রাক্টাতে জেটের ক্ষেত্রফল ও অরিফিসের ক্ষেত্রফল-এর সম্পর্ক আছে-
Cc
Ca
Cd
Cr
292. অরিফিস পানিতে নিমজ্জিত থাকে-
অর্ধেক অংশ
এক-চতুর্থাংশ
এক-তৃতীয়াংশ
সম্পূর্ণ অংশ
293. বোর্ডার মাউথপিস আবিষ্কার করেন-
চার্লস
রুডলফ
অটো
বয়েস
294. Cv-এর গড় মাপ হলো-
0.64
0.79
0.62
0.97
295. ভেনাকন্ট্রাক্টাতে জেটের প্রকৃত গতিবেগ ও কাল্পনিক গতিবেগকে বলা হয়-
Cc
Cr
Cv
Cd
296. অরিফিস হলো একটি ছিদ্র, যা থাকে-
পাত্রের পাশে
পাত্রে নিম্নাংশে
তলদেশে
সব কয়টি
297. ল্যামিনার প্রবাহে উল্টা স্রোতের ফলে যে গতির সৃষ্টি হয়, তাকে বলে-
আপেক্ষিক ভেলোসিটি
গড় চাপ
গড় বেগ
ক্রিটিক্যাল ভেলোসিটি
298. তরলের আয়তনকে প্রবাহের হার দ্বারা ভাগ করে পাওয়া যায়-
Cd
Cr
Q
T
299. তরল পদার্থ প্রবাহের সময় যে শক্তি অপচয় হয়, তাকে বলে-
বেগের লস
ওজনের লস
হেডলস
চাপের লস
300. কো-ইফিসিয়েন্ট কন্ট্রাকশনের গড় মান-
0.6
0.74
0.64
0.62