Image
MCQ
321. Ventilation এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe -কে বলা হয়-
Soil pipe
Waste pipe
Vent pipe
Siphon pipe
322. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72 cm
76 cm
80 cm
90 cm
323. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ-
10.33 kg/cm²
1.033 kg/cm²
1.03 kg/cm²
10.3 kg/cm²
324. ম চাপ বলা হয় আদর্শ বায়ুর চাপ ও গেজ চাপের-
গুণফলকে
যোগফলকে
বিয়োগফলকে
ভাগফলকে
325. কোন তেলের আপেক্ষিক ওজন এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15 gm/cm³
15 gm/cm²
0.75
1.0 kg
326. প্রতি ৫ কেজি/বর্গ সেন্টিমিটার চাপের সমতুল্য পানির স্তম্ভেও উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
327. বায়বীয় প্রবাহীর চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ম্যানোমিটার
অ্যাভোমিটার
ব্যারোমিটার
পিজোমিটার
328. প্রতি একক ক্ষেত্রের ওপর যে বল ক্রিয়া করে, তাকে বলে-
চাপ
তীব্রচাপ
তাপ
নিম্নচাপ
329. তরল পদার্থের তলদেশের চাপের তীব্রতা-
সমান
কম
শূন্য
বেশি
330. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপ -এর পরিমাণ-
৭.৫ মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
331. বাতাস একটি সংকোচনশীল পদার্থ; সেজন্য বিভিন্ন উচ্চতায় এর-
চাপ ভিন্ন
ঘনত্ব ভিন্ন
আয়তন ভিন্ন
কোনোটিই নয়
332. ইনটেনসিটি অব প্রেসারের সূত্র-
P = WH
P=WH’
ρ=ωH
P=mh
333. নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা-
কম
বেশি
সমান
শূন্য
334. Cusec দ্বারা বোঝায়-
1 ft³/ sec
1 cm³/ sec²
1 m³/ sec
1 m³/ sec²
335. রেল লাইনের Standard Gause-
১৬৭৬ মি.মি.
১৪৩৬ মি.মি.
১৫৪২ মি.মি.
১০০০ মি.মি.
336. কং ক্রিটের সংকোচন শক্তি এবং প্রসারণ শক্তি- এর অনুপাত সাধারণত-
১০
১/৫
১/১০
337. চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর কীভাবে ক্রিয়া করে?
আড়াআড়ি
লম্বভাবে
সমান্তরাল
সব কয়টি
338. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২৫%
339. তরল পদার্থের অনুভূমিক একই সরল রেখায় সব বিন্দুতে চাপের তীব্রতা-
বেশি
কম
সমান
শূন্য
340. তরল পদার্থের উপরিতলের চাপের তীব্রতা-
শূন্য
বেশি
কম
সমান