Image
MCQ
1. যদি log10​x=−1 হয়, তাহলে নিচের কোনটি xএর মান?
0.1
0.001
1.2
3
2. একটি সমবাহু ক্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
√২
√৩
২২
৩৩
3. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোন ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
২০
৩০
১৮
১০
4. ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে –
FTP Server
Firewal
DNS Server
Gateway
5. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
লাভ ২৫%
ক্ষতি ৫০%
লাভ ১০%
ক্ষতি ২৫%
6. নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
Phishing
Man-in-the-Middle
Ransomware
Denial of Service
7. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____ বলে?
Program Virus
Boot Virus
Trojan Horse
Worms
8. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
CaaS
SaaS
PaaS
IaaS
9. একটি ফাংশন f : R→R, f(x)=2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে f−1(2) এর মান কত?
1/2
4
1
10. নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
FTP
DNS
TCP
HTTPS
11. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
Scanner
Projector
Touch Screen
Mouse
12. ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB=AC। যদি E এবং F AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE=?
১৩২°
১৬০°
১০৮°
১৮০
14. নিচের কোনটি System software নয়?
Linux
Apple iOS
Mozilla Firefox
Android
15. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?
৫৫
৮৭
৬৭
৭৭
16. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
৪৫
৩৬
৫৬
17. 1-1+1-1+1-1+ … + n সংখ্যক পদের যোগফল হবে –
0
1/2[1+(-1)^n]
[1+(-1)^n]
1
18. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
FTP
SMTP
SNMP
RPC
19. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে –
-2,9
2,9
-2, -9
2,-9
20. আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Azure
AWS
Cloudera
উপরের সবগুলো