Image
MCQ
21. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
বাখরাবাদ
হবিগঞ্জ
তিতাস
হরিপুর
22. মকরক্রান্তি রেখা কোনটি?
২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ
২৩° ৩০’ পশ্চিম দ্রাঘিমাংশ
২৩° ৩০’ পূর্ব দ্রাঘিমাংশ
২৩° ৩০’ উত্তরের অক্ষাংশ
23. COP-26 এ COP মানে কী?
কনফারেন্স অব প্যারিস
কনফারেন্স অব দ্য প্রটোকল
কনফারেন্স অব দ্য পার্টিস
কনফারেন্স অব দ্যা পাওয়ার
24. সুপরিবাহী পদার্থে valance band এবং conduction band-
আলাদা থাকে
ওভারল্যাপ থাকে
অনেক দূরে থাকে
কোনটিই নয়
25. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে –
সিলভার ব্রোমাইডের
সিলভার ফ্লোরাইডের
অ্যামোনিয়াম ক্লোরাইডের
সিলভার ক্লোরাইডের
26. আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত?
অসীম
অনেক বড়
অতি ক্ষুদ্র
শূন্য
27. সাবানের আয়নিক গ্রুপ হলো –
R_3NH+
COO-Na+
R_2NH_2+
SO3-Na+
28. বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
ঘন ঘন বন্যা
উপরের কোনটিই নয়
ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
সমুদ্র দূষণ
29. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান –
প্রোটিন
লবণ
ভিটামিন
ক্যালসিয়াম
30. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
ব্রহ্মপুত্র নদী
মেঘনা নদী
কর্ণুফুলী নদী
পদ্মা নদী
31. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো –
পিল্লি
ফ্ল্যাজেলা
শীথ
ক্যাপসুলস
32. ‘কেপলার-৪৫২বি’ কী?
একটি মহাকাশযান
পৃথিবীর মতো একটি গ্রহ
সূর্যের মতো একটি নক্ষত্র
এর অত্যাধুনিক টেলিস্কোপ
33. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
বন্যা
খরা
ঘূর্ণিঝড়
ভূমিকম্প
34. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
নাইট্রোজেন
ফসফরাস
অক্সিজেন
পটাশিয়াম
35. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
২৭৩° সেন্টিগ্রেড
০° কেলভিন
০° সেন্টিগ্রেড
-২৭৩° ফারেনহাইট
36. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
ভিটামিন বি ১২
ভিটামিন বি ৯
ভিটামিন বি ১
ভিটামিন বি ৬
37. নিচের কোনটি Structured Query Language নয়?
Java
MySQL
Oracle
উপরের সবগুলো
38. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
বয়লিং
বেনজিন ওয়াশ
ফরমালিন ওয়াশ
কেমিক্যাল স্টেরিলাইজেশন
39. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
বায়ু
চুনাপাথর
40. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-
জলবিদ্যুৎ প্রকল্প
সেচ প্রকল্প
জল পরিবহন প্রকল্প
নদী নিয়ন্ত্রণ প্রকল্প