MCQ
1. ‘কেপলার-৪৫২বি’ কী?
একটি মহাকাশযান
পৃথিবীর মতো একটি গ্রহ
সূর্যের মতো একটি নক্ষত্র
এর অত্যাধুনিক টেলিস্কোপ
2. একটি ফাংশন f : R→R, f(x)=2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে f−1(2) এর মান কত?
1/2
4
1
3. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
বয়লিং
বেনজিন ওয়াশ
ফরমালিন ওয়াশ
কেমিক্যাল স্টেরিলাইজেশন
5. একটি সমবাহু ক্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
√২
√৩
২২
৩৩
6. আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Azure
AWS
Cloudera
উপরের সবগুলো
7. যদি log10x=−1 হয়, তাহলে নিচের কোনটি xএর মান?
0.1
0.001
1.2
3
8. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
৪৫
৩৬
৪
৫৬
9. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
লাভ ২৫%
ক্ষতি ৫০%
লাভ ১০%
ক্ষতি ২৫%
10. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
CaaS
SaaS
PaaS
IaaS
11. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো –
পিল্লি
ফ্ল্যাজেলা
শীথ
ক্যাপসুলস
12. আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত?
অসীম
অনেক বড়
অতি ক্ষুদ্র
শূন্য
13. Rank' শব্দের বাংলা পরিভাষা কী?
পদ
পদমর্যাদা
উচ্চতা
মাত্রা
14. 1-1+1-1+1-1+ … + n সংখ্যক পদের যোগফল হবে –
0
1/2[1+(-1)^n]
[1+(-1)^n]
1
15. নিচের কোনটি Structured Query Language নয়?
Java
MySQL
Oracle
উপরের সবগুলো
16. ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB=AC। যদি E এবং F AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE=?
১৩২°
১৬০°
১০৮°
১৮০
17. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোন ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
২০
৩০
১৮
১০
18. নিচের কোনটি System software নয়?
Linux
Apple iOS
Mozilla Firefox
Android
19. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে –
-2,9
2,9
-2, -9
2,-9
20. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
Scanner
Projector
Touch Screen
Mouse