Image
MCQ
1. নিচের কোনটি Structured Query Language নয়?
Java
MySQL
Oracle
উপরের সবগুলো
2. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
Scanner
Projector
Touch Screen
Mouse
3. একটি সমবাহু ক্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
√২
√৩
২২
৩৩
4. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে –
-2,9
2,9
-2, -9
2,-9
5. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
৪৫
৩৬
৫৬
6. Rank' শব্দের বাংলা পরিভাষা কী?
পদ
পদমর্যাদা
উচ্চতা
মাত্রা
7. আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত?
অসীম
অনেক বড়
অতি ক্ষুদ্র
শূন্য
8. ‘কেপলার-৪৫২বি’ কী?
একটি মহাকাশযান
পৃথিবীর মতো একটি গ্রহ
সূর্যের মতো একটি নক্ষত্র
এর অত্যাধুনিক টেলিস্কোপ
9. একটি ফাংশন f : R→R, f(x)=2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে f−1(2) এর মান কত?
1/2
4
1
10. আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Azure
AWS
Cloudera
উপরের সবগুলো
11. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো –
পিল্লি
ফ্ল্যাজেলা
শীথ
ক্যাপসুলস
12. ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB=AC। যদি E এবং F AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE=?
১৩২°
১৬০°
১০৮°
১৮০
13. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
লাভ ২৫%
ক্ষতি ৫০%
লাভ ১০%
ক্ষতি ২৫%
15. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
CaaS
SaaS
PaaS
IaaS
16. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোন ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
২০
৩০
১৮
১০
17. 1-1+1-1+1-1+ … + n সংখ্যক পদের যোগফল হবে –
0
1/2[1+(-1)^n]
[1+(-1)^n]
1
18. নিচের কোনটি System software নয়?
Linux
Apple iOS
Mozilla Firefox
Android
19. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
বয়লিং
বেনজিন ওয়াশ
ফরমালিন ওয়াশ
কেমিক্যাল স্টেরিলাইজেশন
20. যদি log10​x=−1 হয়, তাহলে নিচের কোনটি xএর মান?
0.1
0.001
1.2
3