EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আধুনিক যুগ MCQ
461. "যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া ডাকাইতে গেলে দুঃখ পাইতে হবে।" উক্তিটি কোনটির অন্তর্গত?
বৈকালী
হৈমন্তী
বিলাসী
সৌদামিনী মালো
462. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
২২শে শ্রাবণ
২৪শে শ্রাবণ
২৩শে শ্রাবণ
২৫শে শ্রাবণ
463. "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।" উক্তিটি কোন গল্প লেখকের?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
464. "মরিতে চাহিনা আমি সুন্দর বাঁচিবারে চাই।" চরণ দুটি ভুবনে, মানবের মাঝে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে?
সোনার তরী
প্রাণ
নূতন
পুরাতন
465. "মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ" কার উক্তি?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মীর মশাররফ হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
466. "হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে- এই ভারতের মহামানবের সাগরতীরে।" চরণগুলো কার রচিত?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
সত্যেন্দ্রনাথ দত্ত
467. "সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না" বলেছেন-
কাজী নজরুল ইসলাম
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
468. "কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল” উদ্ধৃতাংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে?
শেষের কথা
করুণা
কাবুলিওয়ালা
হৈমন্তী
469. "বৈরাগ্য সাধনে ...সে আমার নয়।" শূন্যস্থান পূরণ করুন।
আনন্দ
বিশ্বাস
মুক্তি
আশ্বাস
470. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। / সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে / সকালবেলায় সলতে পাকানো"- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
নৌকাডুবি
যোগাযোগ
চোখের বালি
শেষের কবিতা
471. "আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর" এই শাশ্বত বাণী রচনা করেছেন কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
রজনীকান্ত সেন
অতুলপ্রসাদ সেন
472. "শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
একরাত্রি
শুভা
সমাপ্তি
পোস্টমাস্টার
473. "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।" এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম?
শাস্তি
মেঘ ও রৌদ্র
জীবিত ও মৃত
মধ্যবর্তিনী
474. "ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা" পঙ্ক্তিটির লেখক কে?
দীনবন্ধু মিত্র
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
নজরুল ইসলাম
475. "আমরা আরম্ভ করি, শেষ করি না: আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি, তাহা বিশ্বাস করি না" এ উক্তিটি করেছেন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহাম্মদ বরকতউল্লাহ
রাজা রামমোহন রায়
476. এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে" এই উক্তিটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রমথ চৌধুরী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
477. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন-
১৯৩৮ সালে
১৯৪২ সালে
১৯৪১ সালে
১৯৪০ সালে
478. "আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে" পঙ্ক্তিটির রচয়িতা কে?
গোলাম মোস্তফা
মোজাম্মেল হক
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
479. "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” এই পক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
সত্যেন্দ্রনাথ দত্ত
সিকান্দার আবু জাফর
রবীন্দ্রনাথ ঠাকুর
480. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ?
শিক্ষাতত্ত্ব
শিক্ষার বুনিয়াদ
শিক্ষার রূপরেখা
শিক্ষার হেরফের