EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আধুনিক যুগ MCQ
801. 'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
মীর মশাররফ হোসেন মুন্সী
মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
মোজাম্মেল হক
802. 'সংবাদ প্রভাকর' পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
নজরুল ইসলাম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র গুপ্ত
803. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
সওগাত
মোহাম্মদী
কল্লোল
লাঙ্গল
804. 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন-
মুন্সী মেহেরুল্লা
কামিনী রায়
সঞ্জয় ভট্টাচার্য
মোজাম্মেল হক
805. 'সবুজপত্র' কী?
নাটক
উপন্যাস
সাময়িকপত্র
গদ্যসংকলন
806. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম-
অবকাশ রঞ্জিকা
বিবিধার্থ সংগ্রহ
কাব্য প্রকাশ
গ্রামবার্তা প্রকাশিকা
807. কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' কতসালে প্রথম প্রকাশিত হয়?
১৯৩০
১৯২০
১৯২২
১৯৩২
808. 'বঙ্গদর্শন' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
১৮৬৫
১৮৭২
১৮৭৫
১৮৮১
809. সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী?
গ্রামবার্তা
মাসিক পত্রিকা
বঙ্গদর্শন
সংবাদ প্রভাকর
810. 'আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে'- গানের রচয়িতা কে?
গগন হরকরা
আউল চাঁদ
হাসন রাজা
রামপ্রসাদ
811. 'তত্ত্ববোধিনী' প্রথম প্রকাশিত হয়-
১৮৪১ সালে
১৮৪২ সালে
১৮৫০ সালে
১৮৪৩ সালে
812. 'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
মোজাম্মেল হক
কাজী নজরুল ইসলাম
মওলানা আকরম খাঁ
813. 'সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?
১৯১০
১৯১৪
১৯২১
১৮১৪
814. 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
প্যারীচাঁদ মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রমথ চৌধুরী
815. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
ধূমকেতু
বজ্রবাণী
অগ্নিবীণা
বঙ্গদর্শন
816. শের এ বাংলা এ. কে ফজলুল হকের পরিচালনায় 'দৈনিক নবযুগ' পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক ছিলেন?
মুজাফফর আহমদ
ওয়াজেদ আলী
কাজী নজরুল ইসলাম
আবুল কালাম শামসুদ্দীন
817. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
গাজী মাজহারুল আনোয়ার
আলতাফ মাহমুদ
আনোয়ার পারভেজ
সমর দাস
818. 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
অক্ষয়কুমার দত্ত
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সৈয়দ মুজতবা আলী
819. 'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
শেখ ফজলুল করিম
মোহাম্মদ নাসির উদ্দিন
820. 'ধূমকেতু' পত্রিকা সম্পাদনা করেছেন-
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
মধুসূদন দত্ত
মওলানা আকরম খাঁ