MCQ
181. 'বাহুতে ভর করে চলে যে'-
সব্যসাচী
বুভুক্ষা
ভুজঙ্গ
বাহুঙ্গ
182. 'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' এক কথায় কী হবে?
অনভিজ্ঞ
অরিন্দম
হাতুড়ে
ওষধি
183. 'কি করতে হবে ভেবে পায় না' এই অবস্থাকে কী বলে?
বিস্মিত
কিংকর্তব্যবিমূঢ়
লচ্চিত
সভাষিত
184. 'আকাশ ও পৃথিবীর অন্তরালোকে' এক কথায় বলে?
ক্রন্দসী
রোদসী
আমশি
অতলস্পর্শী
185. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলে?
পরগাছা
বর্ণচোরা
আগাছা
বনস্পতি
186. যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, তাদের কী বলে?
বর্গা চাষী
ক্ষুদ্র চাষী
ভূমিহীন চাষী
প্রান্তিক চাষী
187. 'যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে' এক কথায় প্রকাশ করলে হবে-
কৃপণ
ব্যয়কুণ্ঠ
মিতব্যয়ী
হিসেবী
188. 'যে উপকারীর অপকার করে' তাকে এক কথায় বলে-
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
শত্রুঘ্ন
189. উপকারীর অপকার করে যে-
কৃতজ্ঞহীন
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
190. 'জ্ঞানপাপী' কাকে বলে-
জ্ঞানের বড়াই করে যে
বাস্তবে জ্ঞানের প্রয়োগ করে না যে
অনেক জ্ঞান আছে যার
সজ্ঞানে অন্যায় করে যে
191. 'যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে'- এর এক কথায় প্রকাশ-
রবাহুত
মরণোত্তর জাতক
কানীন
অপুত্রক
192. 'পরকে প্রতিপালন করে যে' এক কথায় হবে-
পরভূত
পরভৃৎ
প্রতিপালক
প্রতিপোষক
193. 'একই সময়ে' এর সমার্থক-
সমসাময়িক
যুগপৎ
যুগৎপত
বর্তমান
194. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এক কথায় কি হবে?
স্বাপদসংকুল
শ্বাপদসংকুল
জঙ্গল
শ্বাদল
195. একই সময়ে বর্তমান' এ বাক্যের এক কথায় প্রকাশ হল-
সমসাময়িক
যুগপৎ
সতীর্থ
যুগল
196. মুক্তি পেতে ইচ্ছুক' এক কথায় কী হবে?
মুমুক্ষু
মুমূক্ষু
মুমূক্ষূ
মুমুক্ষা
197. ফল পাকলে যে গাছ মারা যায়-
ঔষধি
ওষধি
ঔষধী
ওষধী
198. এক বার ফল দিয়ে যে গাছ মারা যায়-
ঔষধী
ওষধি
ঔষধি.
ওষধী
199. 'অনূঢ়া' কোনটির বাক্য সংকোচন?
যে নারীর কোনো সন্তান হয় না
যে নারী বীর সন্তান প্রসব করে
যে নারীর সন্তান বাঁচে না
যে মেয়ের বিয়ে হয়নি
200. 'তিন মোহনার মিলন যেখানে' এক কথায় কী হবে?
তিন মোহনা
ত্রয়ী
ত্রিমোহনা
তেমোহনা