MCQ
2421. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।' বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ বাক্য: সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।
2422. শুদ্ধ বানান কোনটি?
কাহিনী
কাহীনি
কাহীনী
কাহিনি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা একাডেমি'র 'ব্যবহারিক বাংলা অভিধান' অনুযায়ী, 'কাহিনি' বানানটি ঠিক। তবে 'কাহিনী' ভুল নয়।
2423. কোন ধাতুগুলো মূলত এক-
সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
সমধাতু ও প্রযোজক ধাতু
2424. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
সংস্কৃত
দেশি
খাঁটি বাংলা
বিদেশি
2425. কোনটি বাংলা ধাতু?
কাট্
কৃ
মাগ্
গম্
2426. যে ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয়-
সাধিত ধাতু
মৌলিক ধাতু
যৌগিক ধাতু
সংযোগমূলক ধাতু
2427. কোন বানানটি শুদ্ধ?
প্রতিযোগিতা
প্রতিযগিতা
প্রতীযোগীতা
প্রতিযোগীতা
2428. প্রকৃতি বলতে কি বোঝায়?
ধাতুর মূল
শব্দের মূল
প্রত্যয়যুক্ত শব্দ
শব্দ ও ধাতুর মূল
2429. শুদ্ধ বানান কোনটি?
ভাগীরথী
ভাগীরথি
ভাগিরথী
ভাগীরোগী
2430. 'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর'- এখানে 'হারায়' কোন ধাতু?
প্রযোজক ধাতু
ভাববাচ্যের ধাতু
সংযোগমূলক ধাতু
নাম ধাতু
2431. ধাতু কয় প্রকার?
এক
দুই
তিন
চার
2432. কোনটি নাম ধাতুর উদাহরণ?
দেখায়
পড়াচ্ছি
মুচড়ানো
শোনায়
2433. বিভক্তিহীন নাম শব্দকে বলে-
প্রাতিপদিক
সাধিত পদ
নামপদ
ক্রিয়াপদ
2434. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?
কারক
বিভক্তি
যতি
প্রকৃতি
2435. কোনটি শুদ্ধ বানান?
পোষ্ট
বস্তুঃত
অন্তস্থ
বামুন
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুদ্ধ বানান: পোস্ট, অন্তস্থ, অন্তঃস্থ, বস্তুত। উল্লেখ্য, অন্তস্থ অর্থ প্রান্তস্থিত; অন্তঃস্থ অর্থ অভ্যন্তরস্থ।
2436. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে-
প্রকৃতি
ধাতু
মৌলিক শব্দ
প্রত্যয়
2437. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
বিভক্তি
কারক
ধাতু
প্রত্যয়
2438. শব্দ ও ধাতুর মূলকে কি বলে?
বিভক্তি
ধাতু
প্রকৃতি
কারক
2439. বাংলা ভাষায় ব্যবহৃত '-আল' প্রত্যয় যে রূপ থেকে বিবর্তিত হয়েছে-
আল্
আলুষ
আল্যু
আলুচ্
2440. কোনটি শুদ্ধ বানান?
নিরহংকারী
নিরহংকার
নিরহংকারি
নিঃহংকারী