MCQ
781. 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কে?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
নির্মলেন্দু গুণ
782. 'বঙ্গদর্শন' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
১৮৬৫
১৮৭২
১৮৭৫
১৮৮১
783. 'সংবাদ প্রভাকর' পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
নজরুল ইসলাম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র গুপ্ত
784. 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
আব্দুল লতিফ
আবদুল করিম
লুৎফর রহমান
হাসান আলী
785. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
গাজী মাজহারুল আনোয়ার
আলতাফ মাহমুদ
আনোয়ার পারভেজ
সমর দাস
786. 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
গোবিন্দ হালদার
নজরুল ইসলাম বাবু
রমজান আলী
মোঃ মনিরুজ্জামান
787. সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী?
গ্রামবার্তা
মাসিক পত্রিকা
বঙ্গদর্শন
সংবাদ প্রভাকর
788. 'এক নদী রক্ত পেরিয়ে' গানটির গীতিকার কে?
আব্দুল গাফফার চৌধুরী
মনিরুজ্জামান মনির
নজরুল ইসলাম বাবু
খান আতাউর রহমান
789. 'মাগো ভাবনা কেন, / আমরা তোমার শান্তিপ্রিয়'- মুক্তিযুদ্ধ বিষয়ক গানটির রচয়িতা / গীতিকার কে?
গৌরিপ্রসন্ন মজুমদার
খলিল চৌধুরী
রজনীকান্ত সেন
দ্বিজেন্দ্রলাল রায়
790. 'আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে'- গানের রচয়িতা কে?
গগন হরকরা
আউল চাঁদ
হাসন রাজা
রামপ্রসাদ
791. 'তত্ত্ববোধিনী' প্রথম প্রকাশিত হয়-
১৮৪১ সালে
১৮৪২ সালে
১৮৫০ সালে
১৮৪৩ সালে
792. 'একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার কে?
সুবীর সাহা
সুধীর দাস
আলতাফ মামুন
আলতাফ মাহমুদ
793. 'শোন একটি মুজিবরের থেকে' গানটির গীতিকার কে?
অংশুমান রায়
আপেল মাহমুদ
আলতাফ মাহমুদ
গৌরীপ্রসন্ন মজুমদার
794. 'মোদের গরব মোদের আশা / আ'মরি বাঙলা ভাষা' রচয়িতা কে?
দ্বিজেন্দ্রলাল রায়
রজনীকান্ত সেন
অতুল প্রসাদ
সজনী কান্ত
795. 'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই..... গানের সুরকার ও গীতিকার কে?
নচিকেতা ঘোষ
মাহমুদুর রহমান
প্রতুল মুখোপাধ্যায়
গৌরিপ্রসন্ন মজুমদার
796. 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
অক্ষয়কুমার দত্ত
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সৈয়দ মুজতবা আলী
797. 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
প্যারীচাঁদ মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রমথ চৌধুরী
798. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ডি.এল রায়
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
799. 'নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়' গানটির গীতিকার কে?
সত্যব্রত বিশ্বাস
নচিকেতা ঘোষ
গৌরিপ্রসন্ন মজুমদার
হেমন্ত মুখোপাধ্যায়
800. 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি' গানটির শিল্পী কে?
আব্দুল জব্বার
সৈয়দ আব্দুল হাদি
আপেল মাহমুদ
খুরশীদ আলম