EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1321. 'ব্যাঙের আধুলি' এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হলো-
সামান্য ধনে অহংকার
অসম্ভব ঘটনা
কৃপণের ধন যার
কোনো মূল্য নেই
1322. 'মুখচোরা' বাগধারাটির অর্থ কী?
লাজুক
স্পষ্টভাষী
ভীতু
বাচাল
1323. বাগধারার অর্থ নির্ণয় করুন- 'বাঘের চোখ':
দুঃসাধ্য বস্তু
অমূল্য সম্পদ
ভয়ানক বস্তু
অসম্ভব বস্তু
1324. নিচের কোনটি 'সুসময়ের বন্ধু' অর্থের প্রকাশক?
নদের চাঁদ
বসন্তের কোকিল
একাদশে বৃহস্পতি
মানিক জোড়
1325. 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলো-
পাকা আম
কপটহীন ব্যক্তি
কপটচারী
ভণ্ডসাধু
1326. 'বিড়াল তপস্বী' বাগধারাটির অর্থ নির্ণয় কর।
ধার্মিক
ভণ্ড সাধু
প্রাচীনপন্থি
কোনোটিই নয়
1327. 'ব্যাঙের সর্দি' বলতে কি বোঝায়?
রোগ বিশেষ
প্রতারণা
অসম্ভব ঘটনা
সম্ভাব্য ঘটনা
1328. 'নিরর্থক অপব্যয়' প্রকাশ করে কোনটি ?
মশা মারতে কামান দাগানো
ভষ্মে ঘি ঢালা
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গরু মেরে জুতা দান
1329. 'মাছের মা' বাগধারার অর্থ ?
কঠোর
নিষ্ঠুর
অত্যাচারী
নীতিহীন
1330. সঠিক অর্থ কোনটি? 'ফপর দালালি'
জ্ঞান দান করা
অন্যায় আবদার করা
ক্ষমতার বাহাদুরি
অনাহুত ব্যক্তির মাতব্বরী
1331. 'বক দেখানো' বাগধারাটির অর্থ কী?
ধনী ব্যাক্তি
আরাম প্রিয় ব্যক্তি
অশোভনভাবে বিদ্রূপ করা
মতিচ্ছন্ন হওয়া
1332. 'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কী?
ষড়যন্ত্রকারী
দীর্ঘায়ু ব্যক্তি
দীর্ঘ প্রত্যক্ষমাণ
অপ্রয়োজনীয় ব্যক্তি
1333. 'মন না মতি' বাগধারাটির অর্থ কী?
অপদার্থ
অস্থির মানব মন
অহি-নকুল সম্বন্ধ
সাপে-নেউলে
1334. 'ভানুমতির খেল' প্রবচনটি বোঝায়?
চালবাজি
ফটকাবাজি
ভেলকিবাজি
ফেরেববাজ
1335. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
বক ধার্মিক, ভিজে বেড়াল
বক ধার্মিক, বিড়াল তপস্বী
রুই-কাতলা, কেউ কেটা
অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
1336. 'মাছরাঙার কলঙ্ক' বাগধারাটির অর্থ কী?
ডুবে ডুবে জল খাওয়া
অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা
প্রাণী হত্যাই যার বাঁচার অবলম্বন
গোপনে অপরাধ করা
1337. নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
অন্ধের যষ্টি-অন্ধের নড়ি
ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
মণিকাঞ্চন যোগ-সোনায় সোহাগা
বকধার্মিক-বিড়াল তপস্বী
1338. 'ভিজে বিড়াল' বাগধারাটির অর্থ-
কপট
কুৎসিত
ঝগড়াটে ব্যক্তি
বেগবান পুরুষ
1339. 'বড়র পিরীতি বালির বাঁধ' বাগধারাটির সঠিক অর্থ-
কোন বাধ্যবাধকতা নেই
একতরফা
চাপের মুখে ভেঙ্গে যায়
ভঙ্গুর
1340. 'ভাগ্যের দোহাই দেওয়া' বাগধারাটির সমার্থক কোনটি?
কপালে হাত দেওয়া
হাতে মাথা কাটা
হাত কামড়ানো
হাতের লক্ষ্মী পায়ে ঠেলা