EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
1. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কী বলে?
কারক
বিভক্তি
সন্ধি
সমাস
ব্যাখ্যা: বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক হয়, তাকে কারক বলে। কারক ছয় প্রকার; যথা- ১। কর্তৃকারক, ২। কর্মকারক, ৩। করণকারক, ৪। সম্প্রদান কারক, ৫। অপাদান কারক, ৬। অধিকরণ কারক।
2. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ
ফরাসি
আরবি
ফারসি
3. 'রূপসী বাংলার কবি' কাকে বলা হয়?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীম উদ্দীন
ব্যাখ্যা: বাংলার প্রকৃতি নিয়ে কবিতা রচনার কারণে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। এ ছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিতি।
4. 'নিসর্গ' শব্দটির অর্থ কী?
প্রকৃতি
বেহেস্ত
যা সর্গ নয়
অধ্যায়
ব্যাখ্যা: 'নিসর্গ শব্দটির অর্থ- সৃষ্টি, প্রকৃতি, স্বভাব, রূপ।
5. বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কী?
বেগম রোকেরা
কাদম্বরী দেবী
স্বর্ণকুমারী দেবী
নূরন্নাহার ফয়জুন্নেসা
6. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
বিসর্জন
ডাকঘর
অচলায়তন
ব্যাখ্যা: 'বসন্ত' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে।
7. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে আবিষ্কৃত হয়। চর্যার পুঁথিতে ৫১টি গান ছিল, যার মধ্যে সাড়ে ৪৬টি পাওয়া গেছে।
8. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক
9. ‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক কে?
ইমামুয়েল কান্ট
হার্বাট স্পেন্সার
বার্ট্রান্ড রাসেল
অ্যারিস্টটল
10. 'বীরবল' কার ছদ্মনাম?
প্রমথনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ চৌধুরী
প্রমথনাথ বসু
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটো গল্পকার। ৩২ বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন।
11. 'শেষের কবিতা' কোন ধরনের রচনা?
কবিতা
উপন্যাস
প্রবন্ধ
গল্প সংকলন
ব্যাখ্যা: 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। ১৯২৮ উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসটির বিষয় রোমান্স।
12. 'ডাকাবুকো' শব্দটির অর্থ কী?
ভীরু
স্বাস্থ্যবান
সাহসী
রুগ্ন
ব্যাখ্যা: 'ডাকাবুকো' প্রবাদটির অর্থ নির্ভীক, সাহসী। এমন ডাকাবুকো ছেলে না হলে এ কাজ সমাধা হতো না।
13. 'বাংলা গদ্যের জনক' কাকে বলা হয়?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রাজা রামমোহন রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। তাঁর বলিষ্ট প্রতিভার জাদুস্পর্শে বাংলা গদ্য উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত হয়।
14. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
সংস্কৃত
প্রাকৃত
পালি
তেওরীয়
ব্যাখ্যা: সুনীতিকুমারের মতে বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে দশম শতাব্দীতে। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে সপ্তম শতাব্দীতে এটি বলেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
15. কাজী নজরুর ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
সওগাত
ধূমকেতু
পরিচয়
কালি-কলম
ব্যাখ্যা: ১৯২২ সালে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় 'ধূমকেতু' পত্রিকা প্রকাশিত হয়। ১৯২৬ সালে 'লাঙল' পত্রিকার নাম পাল্টে 'গণবাণী' রাখা হয়।
16. বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন?
বিষমীভবন
সমীভবন
ব্যঞ্জনদ্বিত্ব
ব্যঞ্জন-বিকৃতি
17. প্রথম সার্থক বাংলা উপন্যাস কোনটি?
ফুলমণি ও করুণার বিবরণ
কলিকাতা কমলালয়
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বলা হয়। তাঁর রচিত 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উন্যাস।
18. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-
১৯ ফেব্রুয়ারি ১৯২৬
১৯ জানুয়ারি ১৯২৬
১৯ মার্চ ১৯২৬
২৬ মার্চ ১৯২৭
19. 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা কে?
মীর মশাররফ হোসেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ুন আহমেদ
শওকত ওসমান
ব্যাখ্যা: 'ক্রীতদাসের হাসি' কথা সাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। উপন্যাসটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়। তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে উপন্যাসটি রচিত হয়।
20. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
১৮৬০
১৮৬১
১৮৬৫
১৮৬৭
ব্যাখ্যা: ‘দুর্গেশনন্দিনী’ বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।