Synonym and Antonyms MCQ
661. A chart was appended to the report. Here 'appended' means-
changed
removed
joined
shortened
ব্যাখ্যা: Hints: Append শব্দটির অর্থ লেখায় বা ছাপায় যুক্ত করা। এর synonyms associutte. connect, join, engage ইত্যাদি।
662. Which one is the correct antonym of 'frugal'?
Extraordinary
spendthrift
economical
authentic
ব্যাখ্যা: Hints: Frugal (মিতব্যয়ী, হিসাবি)-এর সঠিক antonym হলো spendthrift (অমিতব্যয়ী, অপব্যয়ী)। তাছাড়া extraordinary শব্দের অর্থ অসাধারণ, economical অর্থ মিতব্যয়ী, হিসাবি যা frugal- এর সমার্থক আর authentic শব্দের অর্থ খাঁটি, অকৃত্রিম।
663. The new offer of job was alluring. Here 'alluring' means-
unexpected
disappointing
tempting
ordinary
ব্যাখ্যা: Hints: Alluring-লোভনীয়। অন্য option-গুলোর মধ্যে unexpected অপ্রত্যাশিত, tempting- প্রলুব্ধকর/লোভনীয়, disappointing- হতাশাজনক, ordinary- সাধারণ।