EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ব্যাকরণ ও বাংলা ব্যাকরণের আলোচ্যে বিষয় MCQ
21. কোন প্রখ্যাত পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
ব্রাসি হ্যালহেড
পি জে হার্টজ
পি আচার্য
ডব্লিউ প্রেস
22. একজন শ্রেষ্ঠ 'বৈয়াকরণিক' কে?
উপরচন্দ্র বিদ্যাসাগর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পাণিনি
কোনটিই নয়
23. 'ব্যাকরণ মঞ্জরী' কার লেখা?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. মুহম্মদ এনামুল হক
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহাম্মদ আব্দুল হাই
24. বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেননি-
জন বিস্স
ডানকান ফোর্বস
জর্জ গ্রিয়ারসন
জেমস কিথ
25. 'ণ-ত্ব ও ষ-ত্ব' বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
বাক্যতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
অভিধানতত্ত্ব
রূপতত্ত্ব
26. ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
পদক্রম
27. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়?
গাজীপুর
সিলেট
চট্টগ্রাম
নোয়াখালী
28. 'বঙ্গীয় শব্দকোষ' এর প্রণেতা-
জ্ঞানেন্দ্রমোহন দাস
মুহম্মদ এনামুল হক
হরিচরণ বন্দ্যোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ
29. 'The Orgin and Development of the Bengali Language' গ্রন্থটি রচনা করেছেন-
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
স্যার জর্জ গ্রিয়ার্সন
30. 'Morphology' বঙ্গানুবাদ হলো-
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
অর্থতত্ত্ব
বাক্যতত্ত্ব
31. প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন-
মুহম্মদ শহীদুল্লাহ
অশোক মুখোপাধ্যায়
মুহাম্মদ হাবিবুর রহমান
জগন্নাথ চক্রবর্তী
32. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কী?
ব্যাকরণ কৌমুদী
মুগ্ধবোধ ব্যাকরণ
ব্যাকরণ মঞ্জুষা
অষ্টাধ্যায়ী
33. রূপতত্ত্বের অপর নাম কী?
বাক্যতত্ত্ব
পদক্রম
ধ্বনিতত্ত্ব
শব্দতত্ত্ব
34. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
পদক্রম
বাক্য প্রকরণ
35. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
রামচন্দ্র বিদ্যাবাগীশ
হরিচরণ দে
রাজশেখর বসু
অশোক মুখোপাধ্যায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৮১৭ সালে কলকাতা থেকে প্রকাশিত বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) 'বঙ্গভাষাভিধান' নামে প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। ১৯৯২ সালে বাংলা একাডেমি এটি অখণ্ড পূর্ণাঙ্গ সংস্করণে 'বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান' নামে প্রকাশ করেন।
36. 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা কে করেন?
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল হক
মুহম্মদ মনসুরউদ্দীন
মুহম্মদ আবদুল হাই
37. 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
সাধারণ বিশ্লেষণ
বিশেষভাবে বিশ্লেষণ
সাধারণ সংশ্লেষণ
বিশেষভাবে সংযোজন
38. 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক কে?
মুহম্মদ আবদুল হাই
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামূল হক
আহমদ শরীফ
39. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
সন্ধি
সমাস
কারক
প্রত্যয়
40. বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
ড. আনিসুজ্জামান
নরেন বিশ্বাস
জিল্লুর রহমান সিদ্দিকী
আবু ইসহাক