বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান MCQ
21. বঙ্গবন্ধুর লেখা 'কারাগারের রোজনামচা' গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক-
অধ্যাপক নজরুল ইসলাম
অধ্যাপক হরুন-অর-রশিদ
অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম
অধ্যাপক ড. ফকরুল আলম
22. 'কারাগারের রোজনামচা'র ভূমিকা লিখেছেন-
আনিসুজ্জামান
শেখ হাসিনা
শেখ মুজিবুর রহমান
মহিউদ্দিন আহমে
23. . নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়?
অসমাপ্ত আত্মজীবনী
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
কারাগারের রোজনামচা
আমার দেখা নয়াচীন
24. আমার দেখা নয়া চীন' কে লিখেছেন?
মওলানা ভাসানী
আবুল ফজল
শহীদুল্লা কায়সার
শেখ মুজিবুর রহমান
25. বঙ্গবন্ধু 'কারাগারের রোজনামচা' গ্রন্থে কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন?-
১৯৬৯-১৯৭১
১৯৭০-১৯৭১
১৯৬৬-১৯৬৮
১৯৬২-১৯৬৮
26. রাশিয়া ভ্রমণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন কবির দেখা হয়েছিল?
নাজিম হিকমত
আহমেত আরিফ
ফারুখ নাফিজ
আহমেত হাসিম
27. "তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো"- উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া?
দৌলতকাজী
কারাগারের রোজনামচা
অসমাপ্ত আত্মজীবনী
রক্তাক্ত প্রান্তর
28. কোন বইটি মুক্তিযুদ্ধভিত্তিক?
সূচনা
Millions of babies in pain
নাইন মান্থস টু ফ্রিডম
আমার কিছু কথা
29. বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করেন?
নোবেল পদক
জুলিও কুরি পদক
ম্যাগসেসে পদক
মাদাম কুরি পদক
30. আমার দেখা নয়াচীন' কোন ধরণের গ্রন্থ?
অর্থনীতি ভিত্তিক
ভ্রমণ কাহিনী
গল্পগ্রন্থ
উপরের কোনটিই নয়
31. 'কারাগারের রোজমনামচা'-
নাটক
কাব্য
উপন্যাস
দিনলিপি
32. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ 'আমার কিছু কথা' এর লেখক কে?
নীলিমা ইব্রাহিম
জহির রায়হান
আবদুল গাফ্ফার চৌধুরী
শেখ মুজিবুর রহমান
33. 'কারাগারের রোজনামচা' গ্রন্থটির প্রকাশক?
বাংলা একাডেমি
বাংলাদেশ আওয়ামী লীগ
শেখ মুজিবুর রহমান
কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ
34. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ২০২০ সালের ২রা ফেব্রুয়ারি প্রকাশিত গ্রন্থটির নাম-
আমার দেখা নয়াচীন
অসমাপ্ত আত্মজীবনী
কারাগারের রোজনামচা
মুক্তিযুদ্ধের ইতিহাস
35. আমার দেখা নয়াচীন' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
36. আমার দেখা নয়াচীন গ্রন্থের ভূমিকা লেখেন-
আনিসুজ্জামান
শেখ হাসিনা
শেখ রেহেনা
শামসুজ্জামান খান
37. কারাগারের রোজনামচা' গ্রন্থটিতে 'বন্দুক দফা' বলতে কোন ধরণের কয়েদিদের বোঝানো হয়েছে?
যারা নাইটগার্ডের কাজ করেন
যারা পানি টানেন ও ওয়ার্ডে পানি দেন
যারা ঝাড়ু দেন
মেথর
38. কারাগারের রোজনামচা' রচনাটির নামকরণ করেন কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব
শেখ হাসিনা
শেখ রেহানা
39. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় কবে?
২৭ মার্চ, ২০১৭
৭ মার্চ, ২০১৭
২৮ মার্চ, ২০১৭
১৭ মার্চ, ২০১৭
40. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী?
আমি বিজয় দেখেছি
কারাগারের রোজনামচা
আমি শেখ মুজিব বলছি
অসমাপ্ত আত্মজীবনী