মেট্রোলজি MCQ
221. নিচের কোনটি মেজারিং টুলস?
মাইক্রোমিটার
ভার্নিয়ার ক্যালিপার্স
সাইনবার
স্টিল রুল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: মেজারিং টুলস :
১। নন-প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে সাধারণত মেজারিং টুলস বলে।
২। পরিদর্শন কাজে ব্যবহার হয় না। উৎপাদন কাজে ব্যবহার হয়।
৩। অধিকাংশগুলোর উৎপাদন খুবই সহজ, তাই দাম কম।
৪। উদাহরণ যেমন- স্টিল রুল, কম্বিনেশন সেট, সারফেস গেজ ইত্যাদি।
222. কোনটি নন-প্রিসিশন যন্ত্র?
স্টিল রুল
সেন্টার গেজ
মাইক্রোমিটার
ক ও খ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ছয়টি নন-প্রিসিশন ইনস্ট্রমেন্টের নাম:
১। স্টিল রুল, ২। কম্বিনেশন সেট, ৩। প্লেইন প্রোটেকটর, ৪। ট্রাই-স্কয়ার, ৫। সেন্টার গেজ, ৬। ক্যালিপার্স।
223. পরিমাপ পদ্ধতির সঠিকতার উপাদানগুলো কয়টি?
৩টি
৫টি
৪টি
৬টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পরিমাপ পদ্ধতির সঠিকতার পাঁচটি উপাদান আছে। সংক্ষেপে এটাকে SWIPE বলে।
এখানে
S= Standard (স্ট্যান্ডার্ড)।
W = Workpiece (ওয়াকপিস)।
I= Instrument (ইনস্ট্রুমেন্ট)।
P = Person (পারসন)।
E=Environment (এনভায়রনমেন্ট)।
224. নন-প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে কী বলে? মেজারিং টুলস মেজারিং ইসস্ট্রমেন্ট ক ও খ কোনোটিই নয়
মেজারিং টুলস
মেজারিং ইসস্ট্রমেন্ট
ক ও খ
কোনোটিই নয়
225. নিচের কোনটি নন-প্রিসিশন যন্ত্র?
সাইনবার
কম্বিনেশন সেট
কম্বিনেশন স্কয়ার
ভার্নিয়ার হাইট গেজ
226. ভার্নিয়ার ধ্রুবক?
ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান- প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ভার্নিয়ার -স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান
ক ও খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের মানের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে।
ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র।।
ভার্নিয়ার ধ্রুবক=প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক কাগের মান/ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা
ভার্নিয়ার ধ্রুবক= প্রধান স্কেলের একটি ক্ষুদ্রতম ভাগের মান - ভার্নিয়ার স্কেলের একটি ভাগের মান।
227. প্রিসিশন ইনস্ট্রুমেন্ট-এ কৌণিক মাপ মাপা যায়-
১ মিনিট
২ সেকেন্ড
১ সেকেন্ড
৫ মিনিট
228. মোট্রালজির 'লজি' অর্থ কী?
মাপ
বিজ্ঞান
গতিবিদ্যা
জড়বিদ্যা
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পরিমাপবিজ্ঞান (Metrology) : মেট্রো অর্থ মাপ এবং লজি অর্থ বিজ্ঞান। সুতরাং পরিমাপ বিজ্ঞানকেই এক কথায় মেট্রোলজি বলে। অর্থাৎ উৎপাদিত পণ্য এবং যন্ত্রাংশের পরিমাণ তথা সঠিকতা নির্ণয়ের কলাকৌশলকেই পরিমাণ বিজ্ঞান বলে।
229. মেট্রোলজির 'মেট্রো' অর্থ কী?
মাপ
পরিমাণ
বিজ্ঞান
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পরিমাপবিজ্ঞান (Metrology): মেট্রো অর্থ মাপ এবং লজি অর্থ বিজ্ঞান।
230. কোনটি প্রিসিশন যন্ত্র?
সাইনবার
মাইক্রোমিটার
ভার্নিয়ার বিভেল প্রোট্রেট্রাক্টর
উপরের সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পাঁচটি প্রিসিশন যন্ত্রের নাম:
(১) কম্বিনেশন চয়ার (Combination spare )
(২) সারফেস ফিনিশ গেজ (Surjuce finish gauge)
(৩) সাইনবার (Sinibar)
(৪) ভার্নিয়ার বিভেল যোট্যাইর (Vemier bevel protractor)
(৫) ভার্নিয়ার হাইট গেল (Vernier height gauge)
231. সঠিকতার উপর ভিত্তি করে মেজারিং ইনস্ট্রুমেন্টের শ্রেণিবিন্যাস কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: মেজারিং ইনস্ট্রমেন্ট-এর প্রকারভেদঃ মেজারিং ইনস্ট্রমেন্ট প্রধানত দুই প্রকার, যথা-
১। অসূক্ষ্ম যন্ত্রপাতি (Now-prrestuan Instruments)
২। সূক্ষ্ম যন্ত্রপাতি (Precision instruments)
232. SWIPE-এই শব্দটির 'W' দ্বারা কী বুঝায়?
Work
Workpiece
Word
Wood
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পরিমাপ পদ্ধতির সঠিকতার পাঁচটি উপাদান আছে। সংক্ষেপে এটাকে SWIPE বলে।
এখানে
S= Standard (স্ট্যান্ডার্ড)।
W = Workpiece (ওয়াকপিস)।
I= Instrument (ইনস্ট্রুমেন্ট)।
P = Person (পারসন)।
E=Environment (এনভায়রনমেন্ট)।
233. পরিদর্শন কাজে ব্যবহৃত হয় কোনটি?
মেজারিং টুলস
মেজারিং ইনস্ট্রমেন্ট
ক ও খ
স্টিল রুল
234. ডিজিটাল মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত?
0.001mm
0.002mm
0.01mm
0.03mm
235. প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে কী বলে?
মেজারিং টুলস
মেজারিং ইনস্ট্রমেন্ট
ক ও খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: মেজারিং ইনস্ট্রমেন্ট:
১। প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে সাধারণত মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে।
২ । পরিদর্শন কাজে ব্যবহার হয়।
৩। অধিকাংশগুলোর উৎপাদন খুবই জটিল, তাই দাম বেশি।
৪। উদাহরণ যেমন- সাইন বার, ভার্নিয়ার ক্যালিপার্স, মাইক্রোমিটার ইত্যাদি।
236. নিচের কোনটি ইনডাইরেক্ট মেজারিং টুলস?
ক্যালিপার্স
প্লায়ার্স
সাইনরার
হ্যামার
237. মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত?
0.01mm
0.002mm
0.5mm
0.05mm