মেট্রোলজি MCQ
21. ব্যয়ের উপাদান কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যয়ের উপাদানগুলো হলো-
(১) প্রত্যক্ষ মাল (Direct materials).
(২) প্রত্যক্ষ শ্রম (Direct labour);
(৩) প্রত্যক্ষ খরচ ব্যয় (Direct expenses).
(৪) পরোক্ষ খরচ ব্যয় (Indirect expenses)
22. BUE-এর অর্থ কী?
Blind-Up Edge
Built-Up Edge
Break-Up Edge
None of these
23. শুধুমাত্র জবকে ধরে রাখে কিন্তু কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে না কোনটি?
জিগ
ফিক্সার
হোল্ডার
টুল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ফিক্সচার ঃ জবকে কার্যস্থানে সুদৃঢ়ভাবে ধরে রেখে জব সম্পন্ন করার সুযোগ দানকারী মাধ্যমগুলোকে ফিক্সচার বলা হয়। ফিক্সচার শুধুমাত্র জবকে শক্তভাবে ধরে রাখে কিছু টুল নিয়ন্ত্রণ করে না। যন্ত্র ও জবের ভিন্নতা অনুযায়ী বিভিন্ন ধরনের ফিক্সচার তৈরি করা হয়। যেমন- টেবিল ভাইস, লেদ চাক ইত্যাদি।
24. শিয়ারিং অপারেশন কোনটি?
কাল্পিং
পাঞ্চিং
সাইজিং
সিমিং
25. স্ক্র্যাপস কী?
উৎপাদিত দ্রব্যকে লেভেল করতে যে অতিরিক্ত কাঁচামালের কাটছাঁটকৃত অংশ
নষ্ট বা অকেজো কাঁচামাল, যা উৎপাদনে ব্যবহৃত হয়
উৎপাদিত পণ্য ছাড়া সাথে আরো একটি বেশি বা অতিরিক্ত পাওয়া পণ্য
কোনোটিই নয়
26. কার্যবস্তুর সঠিক অবস্থান নির্দেশ করার একটি ডিভাইস হলো-
ক্ল্যাপ
লোকেটর
হোল্ডার
ফিক্সচার
27. কোনো একটি কার্যবস্তু মুক্ত অবস্থায় যে-সকল দিকে চলাচল বা নড়াচড়া করতে পারে বলে অনুমান করা যায়, সে-সকল দিককে ঐ বস্তুর চলাচলের-- বলে।
টুয়েলড ডিগ্রিস অব ফ্রিডম
ডিগ্রিস অব ফ্রিডম
ডিগ্রিস অব রোটেশন
ডিগ্রিস অব মুভমেন্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ডিগ্রিস অব ফ্রিডম: কোনো একাটি কার্যবস্তু মুক্ত অবস্থায় যে- সকল দিকে চলাচল বা নড়াচড়া করতে পারে বলে অনুমান করা যায়, সে সকল দিককে ঐ বস্তুর চলাচলের ডিগ্রিস অব ফ্রিডম বা চলাচলের সম্ভাব্য স্বাধীন দিক বলে।
টুয়েলভ ডিগ্রিস অব ফ্রিডম: কোনো একটি ত্রিমাত্রিক কার্যবস্তু মুক্ত অবস্থায় তার তিনটি তলের সংযোজক রেখাত্রয়কে অক্ষ রেখা বিবেচনা করে তাদের সাপেক্ষে যে মোট ১২ দিকে চলাচল করতে পারে বলে অনুমান করা হয়, তাকে টুয়েলভ ডিগ্রিস অব ফ্রিডম বা ১২ মাত্রিক মুক্তাবস্থা' বলে।
28. জবকে ধরে রাখে এবং কাটিং টুলকে সঠিক পথে নিয়ন্ত্রণ করে কোনটি?
জিগ
ফিক্সচার
হোল্ডার
টুল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: জিগ: জবকে কার্যস্থানে ধরে রাখা ও টুলকে নিয়ন্ত্রণ করার গুণসম্পন্ন বিশেষ ধরনের ধাতৰ ডিভাইস বা টুলকে জিগ বলা হয়। সাধারণত জিগ ব্যবহার করে লে-আউট ছাড়াই অধিক সূক্ষ্ম জব তৈরি করা যায়। মেশিন ও জবের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের জিগ ব্যবহার করা হয়। যেমন- কিং লিগ, চ্যানেল জিপ ইত্যাদি।
29. ঘড়ির গিয়ার কোন ডাই-এর সাহায্যে তৈরি করা হয়?
পাঞ্চিং ডাই
রাবার ডাই
ব্ল্যাংকিং ডাই
ব্ল্যাংকিং ডাই এবং রাবার ডাই-এর সমন্বয়ে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: ঘড়ির গিয়ার সাধারণত ব্ল্যাংকিং ডাই এবং রাবার ডাই-এর সমন্বয়ে তৈরি করা হয়।
30. পরোক্ষ ব্যয় কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
২ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: পরোক্ত ব্যয় তিন প্রকার, যথা-
(১) কারখানার উপরি খরচ,
(২) প্রশাসনিক খরচ ও
(৩) বিক্রয় ও বিলি খরচ।
31. স্ক্র্যাপ কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: স্ক্র্যাপ (Scrap) তিন প্রকার, যথা-
(১) লেজিটিমেট স্ক্র্যাপস (Legitimate scraps),
(২) অ্যাডমিনিস্ট্রেটিভ স্ক্র্যাপস (Administrative scraps)
(৩) ডিফেকটিভ স্ক্র্যাপস (Defective scraps)
32. অপেন ডাই ব্যবহৃত হয় কোনটিতে?
এম্বোসিং
পাঞ্চিং
কয়েনিং
ব্ল্যাংকিং
33. কার্টের গভীরতা (t) এবং চিপের পুরুত্ব (tc) এর অনুপাতকেই --বলে
চিপ ব্রেখ রেশিও
চিপ থিকনেস রেশিও
চিপ অ্যাঙ্গেল রেশিও
চিপ রিমুভার
34. শিট থেকে নির্দিষ্ট আকৃতির ফ্লাট এরিয়া কেটে নেয়ার একটি প্রক্রিয়া হলো--
পিয়ার্সিং
পাঞ্চিং
ট্রিমিং
স্লিটিং (ব্ল্যাংকিং)
35. ড্রয়িং অপারেশন কোনটি?
রিভেটিং
ল্যান্সিং
এম্বোসিং
ব্ল্যাংকিং
36. কন্টিনিউয়াস চিপ উৎপন্নের শর্ত নয় কোনটি?
কম পুরুত্বের কাট
উচ্চ কাটিং স্পিড
অপেক্ষাকৃত বেশি র্যাক অ্যাঙ্গেল
বেশি পুরুত্বের কাট
37. চিপ থিকনেস রেশিও-এর মান সাধারণত কত হয়?
এককের থেকে বড়
এককের থেকে ছোট
নির্দিষ্ট মান নেই
কোনোটিই নয়
38. বাই প্রোডাক্ট কী?
উৎপাদন প্রক্রিয়ায় মূল উৎপাদিত পণ্য ছাড়াও সাথে আরো একটি বেশি বা অতিরিক্ত পণ্য পাওয়া যায়
উৎপাদনের সময় নষ্ট মাল অথবা ক্ষতিগ্রস্ত উৎপাদিত পণ্য অন্য কোনো উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
উৎখাদন প্রতিন্যায় উৎপাদিত দ্রব্যকে শোভন করতে যে অতিরিক্ত মাল বা কাঁচামাল কাটছাঁট বা ফেলে দেয়া হয়
কোনোটিই নয়
39. প্রাক্কলনের মূল উদ্দেশ্য কী?
বেশি ব্যয়ে পণ্য উৎপাদন করা, ডিজাইন উদ্ভাবন এবং উন্নয়ন করা
কম ব্যয়ে পণ্য উৎপাদন, ডিজাইন উদ্ভাবন এবং উন্নয়ন করা
উৎপাদনের সময় বাঁচানো
অতিরিক্ত শ্রম খরচ এবং ব্যয় বাঁচানো
40. কার্যবস্তুর মধ্য থেকে শুধুমাত্র গোলাকার অপ্রয়োজনীয় মেটাল পাঞ্চ করে কেটে পৃথক করার প্রক্রিয়াকে বলে-
পিয়ার্সিং
পাঞ্চিং
ট্রিমিং
স্লিটিং