MCQ
201. ২১.৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধণ কত?
৩২৫ টাকা
৪২৫ টাকা
৬২৫ টাকা
৫২৫ টাকা
ব্যাখ্যা: তথ্য: চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য =১
বা, p{(1+r)n-1-nr}=1
বা, p{(1+0.04)x2-1-(2x0.04)}=1
বা, p(1.0816-1-0.08)=1
p=1/0.0016=625
উত্তর: (গ) ৬২৫ টাকা
202. কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
বালুচর
রাখালি
নবীন
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: পল্লি কবি জসীমউদ্দিন (১৯০৩-১৯৭৬) বাংলা কাব্যে কাহিনি এবং এর গীতিময় দান করেন। তার প্রকাশিত প্রথম কাব্য গ্রন্থ রাখালি । কবির বিখ্যাত কবর কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। উত্তর (খ)
203. Choose the correct sentence
paper made on wood
paper is made by wood
paper is made from wood
paper is made of wood
ব্যাখ্যা: বর্ণনা: কোনো বস্তু হতে ভিন্ন প্রকৃতির কোনো বস্তু তৈরি হলে, বাক্যে make verb এরপর preposition হিসেবে from ব্যবহৃত হয়। প্রশ্নে উল্লিখিত বাক্যে wood এবং paper দুটিই ভিন্ন প্রকৃতির । যেহেতু, একটি বস্তু (wood) হতে আরেকটি বস্তু (paper) তৈরি হচ্ছে, এক্ষেত্রে verb এর পর preposition হিসেবে form ব্যবহৃত হবে।
204. নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয়?
নী + অট
নে + অনট
নে+ অট
নী + অনট
ব্যাখ্যা: তথ্য: নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয় √ নী + অনট্ =নী+অন>(ন+অন)। এটি কৃৎ প্রত্যয়। বাংলা ব্যাকারণের দুই ধরনের প্রত্যয় দেখা যায়। যেমন: সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়।
205. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুন। দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত?
৩৯
৯৩
৩১
১৩
ব্যাখ্যা: তথ্য: দেওয়া আছে, দশক স্থানীয় অঙ্ক ৩। সুতরাং এককস্থানীয় অঙ্ক হবে এর তিনগুন ৩৩-৯ সংখ্যাটি ৩৯ এর অঙ্কগুলো স্থান বিনিময় করলে হয় ৯৩ অর্থাৎ বিনিময় সংখ্যাটি ৯৩ উত্তর: (খ)
206. হনন করার ইচ্ছা এক কথায় কি হবে?
জিঘাংসা
হত্যা
জিগীসা
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: হনন করার ইচ্ছা জিঘাংসা, হনন করতে ইংচ্ছুক জিগাংসু।
উত্তর: (ক)
207. বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ কোনটি?
দ্বিধা
নির্ভয়
প্রত্যয়
বিস্ময়
ব্যাখ্যা: তথ্য: বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ প্রত্যয় উত্তর: (গ)
208. গতিশীল অবস্থায় বংস্তুর উপর ঘর্ষণকে বলে-
ঘর্সণ সহগ
লিমিটিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
রোলিং ঘর্ষণ
ব্যাখ্যা: তথ্য: গতিশীল অবস্থায় কোনো বংস্তুর উপর যে ঘর্ষণ কাজ কওে তাকে ডাইনামিক ঘর্ষণ বলে। উত্তর: (গ) ডাইনামিক ঘর্ষণ
209. ইস্পাতের মধ্যে কোন গুলো ক্ষতিকারক অপদ্রব্য নয়?
ম্যাঙ্গানিজ ও সালফার
সিলিকন ও সালফার
সালফার ও ফসফরাস
সিলিকন ও ম্যাঙ্গানিজ
ব্যাখ্যা: তথ্য: Manganese- 1.70% Maximum Silicon-0.65% Maximum Carbon-0.24% Maximum
210. যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ কি?
(ক) ভয়শূন্য (খ) (গ) (ঘ)
অকুতোভয়
অভয়
নির্ভীক
ব্যাখ্যা: তথ্য:. যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ অকুতোভয়। ভয় নেই যার নির্ভীক। উত্তর: (ঘ)
211. সুদ্ধ বানান কোনটি?
বিভিসিকা
বিবিষীকা
বিভীষীকা
বিভীষিকা
ব্যাখ্যা: তথ্য: সুদ্ধ বানান বিভীষিকা শব্দটির অর্থ আতঙ্ক বা ভীতিকার ঘটনা। উত্তর: (ঘ)
212. কোন প্রকার কাস্ট আয়রন এ ভঙ্গুর অথচ মেশিনিং করা যায়?
গ্রে- কাস্ট আয়রন
হোয়াইট কাস্ট আয়রন
চিলড কাস্ট আয়রন
ম্যালিয়েবল কাস্ট আয়রন
ব্যাখ্যা: তথ্য: তথ্য: গ্রে- কাস্ট আয়রন এ কার্বন থাকে ২.৫% থেকে ৪%। সুতরাং এটি ভঙ্গুর। ভঙ্গুর হওয়া সত্ত্বেও এটিকে খুব সহজেই কাস্টিং , মেশিনিং করা যায় উত্তর: (ক)
213. অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
প্রচীন
বাচীন
নবীন
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ প্রচীন। আর নবীন বিপরীতার্থক শব্দ প্রবীণ। উত্তর: (ক)
214. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
কথ্যভাষা
উপ ভাষা
সাধু ভাষা
চলিত ভাষা
ব্যাখ্যা: তথ্য: আঞ্চলিক ভাষার অপর নাম উপ ভাষা। উপ ভাষা প্রমিত ভাষার পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। পৃথীবির সর্বত্র প্রমিত ভাষায় পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা ব্যবহৃত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে।বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার অভাব, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক ও ধর্মীয় কারণে বিভিন্ন উপভাষার সৃষ্টি হয়েছে। উত্তর: (খ)
215. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রনের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
৭০ লিটার
৬০ লিটার
৮০ লিটার
৫০ লিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানির পরিমাণ চিনির পরিমান =60x = = 42 লিটার 10 3 x=18 লিটার 60 x- 10 ধরি, 'ক' লিটার চিনি মিশাতে হবে সুতরাং, ৪২: (১৮+ ক)=৩:৭ বা,৫৪+৩০=২৯৪ ক-৭৮০ লিটার
উত্তর: (গ)
216. লৌহের কোন উপদ্রব্যটি ব্রো- হোল ত্রুটি সৃষ্টিতে বাধাদান করে?
সিলিকন (খ) (গ) (ঘ)
ম্যাঙ্গানিজ
ফসফরাস
সালফার
ব্যাখ্যা: তথ্য: কাস্টেড মেটাল এর গায়ে ছোট ছোট গর্ত যা গ্যাস আটকে থাকার কারণে হয় তাকে রো-হোল বলে। সিলিকন ব্রো- হোল ত্রুটি সৃষ্টিতে বাধাদান কওে কারণ এর ভেদনযোগ্যতা বেশি।
উত্তর: (ক)
217. একটি অসর্মণ আনুভূমিক তল অবিমুখে W ওজনের একটি বংস্তুকে সরানোর জন্য প্রয়োজন ন্যূনতম বল?
W cot
W tan 0
W cos
W sin
ব্যাখ্যা: তথ্য: একটি অসর্মণ আনুভূমিক তল অবিমুখে W ওজনের একটি বংস্তুকে সরানোর জন্য প্রয়োজন ন্যূনতম বল- Ox= আনুভূমিক তল =ভূমি ও তলের মধ্যবর্তী কোণ Fs = ঘর্ষণ বল W sin 0= বস্তু কে সরানোর জন্য ন্যূনতম বল W= ওজন উত্তর: (ঘ)
218. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,ও ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?
৬/২০ অংশ
৭/ ২০ অংশ
৮/২০ অংশ
৯/২০ অংশ
ব্যাখ্যা: ব্যাখ্যা:১ম মেশিন ১ ঘণ্টায় করে ১/৪ অংশ ২য় মেশিন ১ ঘণ্টায় করে ১/৫ অংশ ২টি একসাথে১ ঘণ্টায় করে = (১/৪+১/৫)=৯/২০ অংশ
উত্তর: (ঘ)
219. সাধুরীতি শব্দ কোনটি?
গ্রহ
কেতাব
মার্জিত
গিন্নী
ব্যাখ্যা: তথ্য: সাধু শব্দের অর্থ শিষ্ট, ভদ্র বা মার্জিত। বাংলা গদ্য সাহিত্যের শুরু থেকে শিষ্ট জনেরা এ ভাষায় সাহিত্য চর্চা করতেন। তৎসম বা সংস্কৃত শব্দ সাধুরীতি শব্দ। এ শব্দ কোনো রুপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। যেমন: চন্দ্র, সূর্য, গ্রহ, গৃহ, ক্ষেত্র, কর্ণ ইত্যাদি। উত্তর: (গ)
220. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাপ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
২১%
২৩%
২০%
২২%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ধরা যাক বাহুর দৈর্ঘ্য =১০০০০ ১০% বৃদ্ধিতে ১০০ একক তবে ক্ষেত্রফল = (১০০)২ বাহুর দৈর্ঘ্য = (১০০+১০)=১১০ তবে ক্ষেত্রফল=(১০০)২ =১২১০০ ক্ষেত্রফল এর পার্থক্য = (১২১০০-১০০০০)=২১০০ শতকরা বৃদ্ধি পাবে (২১০০/১০০০০)*১০০=২১
উত্তর: (ক)