EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2681. কোনটি স্প্রেড ফুটিং নয়?
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসিসি ফুটিং
র‍্যাফট ফুটিং
ব্যাখ্যা: অফসেট ফুটিং, ওয়াল ফুটিং, আর সিসি ফুটিং, স্টাপ ফুটিং সমূহের বেজকে ধাপে ধাপে চওড়া করে কাঠামোর ভর বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেয় যা স্প্রেড ফুটিং-এর অন্তর্ভুক্ত।ম্যাট বা র‍্যাফট ফুটিং কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রেফলকে আবৃত করে কাঠামোর সব দেওয়াল বা কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে, তাকে র‍্যাফট ফুটিং বলে।
2682. ভিত্তির খাদ কাটার আগে কাগজের উপর অঙ্কিত প্ল্যান- এর স্কেল-
1:50
1:100
1:500
1:150
2683. ডেড শোরে ব্যবহৃত ওয়াল প্লেটের চওড়া-
10-25cm
15-20cm
20-25cm
25-30cm
2684. রেকিং শোরে ব্যবহৃত স্থাপন করা হয়? রেকারগুলোকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়?
30°-45°
30°-60°
40°-75°
45°-75°
2685. পাইলের দৈর্ঘ্য 10-15m হলে এর ব্যাস-
35cm
30cm
40cm
45cm
ব্যাখ্যা: পাইলের দৈর্ঘ্য অনুযায়ী পাইলের ব্যাস আকার- 10m দৈর্ঘ্যের জন্য ব্যাস = 35cm (10-15m) দৈর্ঘ্যর জন্য ব্যাস = 40cm 12m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 30×30cm 15m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 36×36cm 18m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার = 40 x 40cm 21m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 46 x 46cm
2686. 10m গভীরতা পর্যন্ত গর্ত খনন করতে টিম্বারিং পদ্ধতি-
বক্স শিটিং
শিট পাইলিং
ভার্টিক্যাল শিটিং
রানার
ব্যাখ্যা: ভার্টিক্যাল শিটিং: এই পদ্ধতিতে নরম মাটিতে ১০ মি গভীরতার জন্য করা হয়। এটা বক্স শিটিং পদ্ধতির অনুরূপ। এক্ষেত্রে খনন কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হয় এবং শেষে একটি অফসেট প্রদান করা হয়।
2687. মাটি তদন্তের প্রধান উদ্দেশ্য-
ভিত্তির গভীরতা নির্ধারণ
ভূমিম্নস্থ পানির অবস্থা জানা
মাটির ঘনত্ব নির্ধারণ
ভারবহন ক্ষমতা জানা
2688. পাথর বা শক্ত স্তরের অধিকৃত নমুনা সংগ্রহ করার পদ্ধতি-
টেস্ট সিলিন্ডার
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
পারকুশন বোরিং
2689. নিরাপদ সহগ-
কার্যকরী ভারবহন ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
সর্বোচ্চ ভারবাহী ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
গ্রহণযোগ্য ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
কোনোটিই নয়
2690. সাইট এক্সপ্লোরেশনের উদ্দেশ্য নয়-
ডিগ্রি অব কম্প্যাকশন
বসনের পূর্বাভাস
আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল
লোকেশন অব স্ট্রাকচার
ব্যাখ্যা: ভিত্তিসহ একটি কাঠামো ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য পাওয়ার জন্য একটি সাইটের উপরিভাগ, ডিগ্রি অব কম্পেকশন, ফাউন্ডেশন টাইপ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিল ইত্যাদির বিবেচনাকে সাইট এক্সপ্লোরেশন বলে।
2691. 4m গভীরতা পর্যন্ত পরিখা খনন করতে যে পদ্ধতিতে টিম্বারিং করা হয়-
বক্স শিটিং
স্টে ব্রেসিং
রানার
ভার্টিক্যাল শিটিং'
2692. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে-
ভিত্তির চওড়ার ওপর
লোড প্রয়োগের ওপর
মাটির প্রকারভেদের ওপর
কাঠামোর গাঁথুনির ওপর
2693. অগভীর ভিত্তি বা ফুটিংকে ভাগ করা যায়-
2
3
4
5
ব্যাখ্যা: অগভীর ভিত্তি চার প্রকার- (i) স্প্রেড ফুটিং (Spread footing) (ii) কম্বাইন্ড বা যুক্ত ফুটিং (Combained footing) (iii) স্ট্রাপ বা ক্যান্টিলিভার (Strap footing) (iv) ম্যাট বা র‍্যাফট ফুটিং (Mat বা Raft food)
2694. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
ব্যাখ্যা: (i) ফ্লোটিং পাইল: যে পাইল পানিতে ভাসমান থেকে লোড স্থানান্তর করে। (ii) ফ্রিকশন পাইল: কাদা বা আলগা নরম মাটিতে স্ক্রিন ফ্রিকশনের মাধ্যমে যে পাইল লোড স্থানান্তর করে। (iii) ব্যাটার পাইল: তীর্যক বল প্রতিরোধ করার জন্য অনুভূমিক বা তীর্যকভাবে যে পাইল বসানো হয়, তাকে ব্যাটার পাইল বলে। (iv) বিয়ারিং পাইল: যে পাইল নরম মাটির বা পানির মধ্য দিয়ে মাটির শক্ত স্তরে কাঠামোর লোডকে স্থানান্তর করে, তাকে বিয়ারিং পাইল বলা হয়।
2695. স্টে ব্রেসিং-এ পোলিং বোর্ড স্থাপন করা হয়-
1.5-4m পর পর
2-4m, পর পর
3-4m পর পর
4-5m পর পর
2696. কোনো দালানের ভূনিম্নস্থ তলকে বলে-
সাবস্ট্রাকচার
সুপারস্ট্রাকচার
বেইজমেন্ট ফ্লোর
আন্ডার গ্রাউন্ড ফ্লোর
ব্যাখ্যা: যে মেঝে সরাসরি মটির উপর ভর করে থাকে তাকে গ্রাউন্ড ফ্লোর বলে। আর মাটি তল বা প্লিস্থ লেভেলের থেকে নিচে বা ভূমিস্থ তলকে বেইসমেন্ট ফ্লোর বলে।
2697. ভিত্তি সংস্থাপনে সমকোণ মাপা হয়-
3,4 ও 5 একক দৈর্ঘ্য পদ্ধতি দ্বারা
থিওডোলাইট দিয়ে
রাজমিস্ত্রির মাটামের সাহায্যে
উপরের সব কয়টি
2698. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোডের কমতির হার-
10%
20%
30%
40%
2699. কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?
কলামে বেশি লোডন্ড পড়লে
ফুটিং ওভারল্যাপ করলে
ট্রাপিজয়ডাল ফুটিং করার জন্য
ফুটিং যুক্ত করার জন্য
ব্যাখ্যা: যুক্ত ফুটিং প্রদান করা হয় (i) দুটি কলাম খুব কাছাকাছি এবং ওভার ল্যাপ করলে। (ii) মাটির ভারবহন ক্ষমতা কম হলে অর্থাৎ স্বতন্ত্র কলামের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে। (iii) যখন কলাম প্রান্ত সীমানা রেখায় পড়ার ফলে ফুটিং বর্ধিত করার সুযোগ না থাকে।
2700. যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষণ করতে পারে-
বোরিং
অ্যাগার বোরিং
কোর ড্রিলিং
ওপেন ট্রায়াল পিট
ব্যাখ্যা: ওপেন ট্রায়াল পিটঃ যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষণ করতে পারে তাকে ওপেন ট্রায়াল পিট বলে।