MCQ
3501. গভীর নলকূপের গভীরতা কত মিটারের বেশি?
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
3502. ১ ঘনফুট পানির একক ওজন কত?
৬০ পাউন্ড
৬৫.৫ পাউন্ড
৬৫ পাউন্ড
৬২.৫ পাউন্ড
3503. ১ ঘনমিটার পানির ওজন কত?
১০০০ লিটার
৫০০ লিটার
১০,০০০ লিটার
৫০০০ লিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: 1m^3 = 1000 লিটার
3504. পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-[BADC-22]
Contour
Fly leveling
Sounding
Water leveling
3505. ১০ ঘনমিটার গাঁথুনিতে প্রয়োজনীয় প্রথম শ্রেণির (৯.২৫" × ৪.২৫" × ২.৭৫") ইটের সম্ভাব্য সংখ্যা-(BWDB-20)
৩৮৫০টি
৪৪৫০টি
৪০৬৫টি
৪৬৫০টি
ব্যাখ্যা: ব্যাখ্যা প্রয়োজনীয় ইটের সংখ্যা (10×3.28^3×12^3)/( 10x5x3 )= 4065 টি
3506. 100 cft ভেজা কংক্রিটের জন্য কত cft শুকনা কংক্রিটের প্রয়োজন? [BPSC-20]
175 cft
150 eft
166 cft
125 eft
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের ভেজা আয়তন = 100 cft কংক্রিটের শুকনা আয়তন = 100 ×1.5= 150 cft
3507. একটি রেণু পুকুরের ২০০০ ঘনমিটার মাটি কাটতে হবে। প্রতি ঘনমিটার ২.৫ কেজি হিসেবে কত গম লাগবে?
২৫ মে. টন
৫ মে. টন
২০ মে. টন
১৫ মে. টন
ব্যাখ্যা: ব্যাখ্যা: Im^3-এ গম লাগে = 2.5 kg
2000m^3-এ গম লাগে = (2.5x2000) kg 617
= 5000 kg = 5
মেট্রিক টন (Ans.)
3508. ইমারতের একতলা থেকে দোতলায় খরচ শতকরা কত ভাগ কম পড়ে? [BGFCL-21]
১০%
২০%
১৫%
২৫%
কোনোটিই নয়
3509. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?[BPSC-22]
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
3510. ১ মিটার দৈর্ঘ্যের ১৬ মিমি রডের ওজন কত? [BWDB-20]
১.২৭ কেজি
১১.১৪ কেজি
২.৮৯ কেজি
১.৫৮ কেজি
ব্যাখ্যা: ব্যাখ্যা: রডের ওজন (16^2)×1/162.2=1.58 kg
3511. শয়নঘর বাড়ির কোনে থাকা বাঞ্ছনীয়। [BGFCL-21]
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
দক্ষিণ-পূর্ব
কোনোটিই নয়
3512. Damp Proof Course (DPC) মাপের একক- [BPSC-20]
m³
m²
m
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাতাস বা মাটির মধ্যে পাণিকণা যাতে দালান বা কোনো কাঠামোতে প্রবেশ করতে না পারে, তার ব্যবস্থা করাকে আর্দ্রতা প্রতিরোধক বলে।
3513. এক ঘনফুট লোহার ওজন কত? [DM-19]
100 lb
200 lb
400 lb
490 lb
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক ঘনমিটার লোহার ওজন 78.50 kg বা 78.50 কুইন্টাল।
Explain:(78.50/35.28)×2.204 = 490 পাউন্ড
3514. কোন ধরনের মাটি পুকুরে পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী?
Clay
Sandy Loom
Sandýs
Silt
ব্যাখ্যা: ব্যাখ্যা: উপর্যুক্ত অপশনগুলোর মধ্যে সবচেয়ে সূক্ষ্মদানার এবং অপ্রবেশ্য স্তরের সৃষ্টি করে Clay, তাই পুকুরের পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো Clay বা কাদামাটি।
3515. ০.০১ হেক্টর একটি পুকুরে ১ মিটার গভীরতায় পানির পরিমাণ কত?
১০০ লিটার
৫০০০ লিটার
১০০০ লিটার
১,০০,০০০ লিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: জমির ক্ষেত্রফল = 0.01 হেক্টর
=(10000x0.01)m² = 100 m²
গভীরতা = 1m.
: পানির পরিমাণ= (100x1) m^3
=100m^3
= (100×1000) লিটার [ 1m^3 = 1000 litre]
= 1,00,000 লিটার (Ans.)
3516. ভিত্তিতে ঢালাইয়ের অনুপাত হয়-
1:2:4
1:6:8
1:3:5
1:3:6
3517. পাকা কূপ কত মিটারের অধিক হয় না? [BBA-20]
২০
২৫
৩০
৪০
কোনোটিই নয়
3518. ইমারত তৈরি করতে শ্রমিক বাবদ খরচ সমস্ত খরচের শতকরা কত ভাগ? [BGFCL-21]
80
৩০
২৫
২০
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্মাণসামগ্রীর ব্যয় বাবদ ৬০%, শ্রমিকের মজুরি বাবদ ২০%, ঠিকাদারের মুনাফা বাবদ ১০%, যন্ত্রপাতি বাবদ- ৩%, প্রাতিষ্ঠানিক ব্যয়- ৪.৫%, আকস্মিক ও অনির্ধারিত ব্যয়- ২.৫%।
3519. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?[BB-21]
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
ব্যাখ্যা: ত্রিমাত্রিক জরিপই মূলত থিওডোলাইট জরিপ। এটি একটি কৌণিক জরিপ। থিওডোলাইট জরিপের সাহায্যে ত্রিভুজ বা বহুভূজগুলোর প্রত্যেকটি কোণ মাপা হয়।
3520. পুকুরে মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ-এর সূত্র কোনটি?
(L-Sd) (B-Sd)xd
Lx (B-Sd) xd
(L-Sd) Bd.
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পুকুরের মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ
সূত্র: (L-sd) (B-sd) xd
যেখানে- L= পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য
B = পুকুরের উপরিভাগের গ্রন্থ
s = পুকুরের পার্শ্বচাল
d = পুকুরের গভীরতা