MCQ
561. 'কাদম্বিনী' শব্দের অর্থ কী?
বলহীনা
মেঘমালা
হিতকামনা
নদী
562. নিচের কোনটি 'নন্দন' শব্দের সমার্থক শব্দ-
তনয়
তপন
নির্ঝর
563. কোনটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ নয়?
নীরদ
সমীর
পবন
বাতাস
564. 'বায়ু' শব্দের অর্থ-
পাবক
ভানু
সমীরণ
প্রভা
565. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
অনিল
মারুত
পবন
পাবক
566. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
বিটপী
বনানী
পাদপ
শিখরী
567. 'অভিনিবেশ' শব্দটির অর্থ কী?
বিশেষভাবে
নিস্পৃহ
মনোযোগ
অভিরুচি
568. 'ভ্রমর' অর্থে কোনটি শুদ্ধ নয়?
মধুময়
মৌমাছি
ভোমরা
মধুলেহ
569. 'শিলীমুখ' শব্দের প্রতিশব্দ কোনটি?
তীক্ষ্ণপাথর
গুহা
চুলো
ভ্রমর
570. 'সমীর' শব্দের অর্থ কী?
বাতাস
কুয়াশা
উত্তরীয়
সমুদ্র
571. . কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ?
ভূধর
অনিল
বারিদ
অম্বু
572. 'শিখণ্ডী' শব্দের অর্থ কী?
ময়ূর
কোকিল
খরগোশ
কবুতর
573. 'অনিল' শব্দের অর্থ কী?
কোকিল
বাতাস
কারো নাম
যা নীল নয়
574. সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন-
বুধ, বিজ্ঞ, মনীষী
অটবী, বিপিন, মারুত
অশনি, কুলিন, প্রসূন
নগ, নাগ, অদ্রি
575. 'বিহগ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
খেচর
খগ
পাখি
প্রসূন
576. নিচের কোনটি 'ময়ূর' শব্দটির সমার্থক?
দ্বিজ
বনিতা
শিলীমুখ
কলাপী
577. 'বাতাস' এর সমার্থক শব্দ নয়-
বায়ু
অনিল
প্রসূন
পবন
578. 'মরণত' শব্দের অর্থ কী?
মরণভূমি
মরীচিকা
মরণময় স্থান
বায়ু
579. . 'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বারি
অলি
বলাহক
বাত
580. 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়-
পাটনি
তরঙ্গিণী
শৈবলিনী
ফল্গু