MCQ
1041. He was killed---the robber---a hatchet.
by..... with
with....and
with.... in
by.... in
ব্যাখ্যা: Hints: Kill by somebody অর্থ কারো কর্তৃক হত্যা করা আর kill with something অর্থ কোনো কিছু দিয়ে হত্যা করা। সুতরাং শূন্যস্থানে by, with বসিয়ে বাক্যটির বাংলা: ডাকাত কর্তৃক তাকে কুঠার দিয়ে হত্যা করা হলো।
1042. It is not always easy to sympathise---an unfortunate man.
with
for
by
at
ব্যাখ্যা: Hints: Sympathise with somebody অর্থ কারো প্রতি সহানুভূতিশীল হওয়া বা সমবেদনা প্রকাশ করা। With যোগে বাক্যের অর্থ: অভাগা ব্যক্তিকে সমবেদনা প্রদান করা সবসময় সহজ নয়।
1043. 'বন্ধন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
মুক্ত
ছিন্ন
মুক্তি
আসক্তি
1044. It is dangerous to intrude----the ememy's camp.
in
on
into
through
ব্যাখ্যা: Hints: Intrude on/into something অর্থ- কোনো কিছুতে জোর করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ। তবে into-এর পরিবর্তে on অধিক ব্যবহৃত হয়। On যোগে বাক্যটির বাংলা: শত্রুর ক্যাম্পে অনধিকার প্রবেশ বিপদজনক।
1045. The mother was anxious ---the safety of her son.
at
for
about
upon
ব্যাখ্যা: Hints: Anxious about something অর্থ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন। About যোগে বাক্যটির বাংলা: মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
1046. They do not have enough capital to set themselves-- -- trade.
up, in
on, in
with, in
in, with
ব্যাখ্যা: Hints: Set somebody up অর্থ প্রতিষ্ঠা করা আর in trade অর্থ ব্যবসাতে। Up, in যোগে
বাক্যটির বাংলা: নিজেদের ব্যবসায় প্রতিষ্ঠা করার মতো যথেষ্ট মূলধন তাদের নেই।
1047. My best friend lives --- the Chittaranjan Road
in
at
by
on
ব্যাখ্যা: Hints: বাড়ি বা কোনো স্থাপনার (Building) অবস্থান নির্দেশ করতে রাস্তার নামের পূর্বে on preposition টি ব্যবহৃত হয়।
1048. 'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
বিনয়ী
মুখর
সম্মতি
চুপচাপ
1049. I was alarmed--- the news of my brother's illness.
in
at
of
on
ব্যাখ্যা: Hints: Alarmed at something অর্থ আতঙ্কিত; পরিত্রস্ত। At যোগে বাক্যটির বাংলা: আমি আমার ভাইয়ের অসুস্থতার সংবাদে আতঙ্কিত।
1050. 'বিলাপ' এর বিপরীত শব্দ কোনটি?
অপলাপ
রোদন
প্রলাপ
হাস্য
1051. He has no good cause---complaint. Darkness was the cause--- his losing his way.
about...... in
to....... about
for..... of
of...... with
ব্যাখ্যা: Hints: Cause for something অর্থ কোনো কিছুর যুক্তি। সুতরাং for.... of বসবে আর বাক্যটির বাংলা: অভিযোগের কোনো সুযোগই ছিলো না। অন্ধকার ছিলো তার পথ হারানোর কারণ।
1052. A gentleman should be true--- his words.
from
to
in
on
ব্যাখ্যা: Hints: Be true to one's ward অর্থ কথা/প্রতিশ্রুতি রাখা। তাই শূন্যস্থানে to বসবে।
1053. Dogs have antipathy---cats.
with
at
for
to
ব্যাখ্যা: Hints: Antipathy to/toward somebody or something অর্থ কারো বা কোনো কিছুর প্রতি বিদ্বেষ। সুতরাং শূন্যস্থানে to বসবে।
1054. I don't care --- your opinion.
for
of
about
at
ব্যাখ্যা: Hints: Care about somebody/something অর্থাৎ কাউকে বা কোনো কিছু নিয়ে মাথাব্যথা/পরোয়া/ভয় থাকা। Preposition, about বসিয়ে বাক্যটির বাংলা তোমার মতামতকে আমি পরোয়া করি না।
1055. She availed herself---the opportunity.
for
from
of
with
ব্যাখ্যা: Hints: Avail oneself of অর্থ (সুযোগ) গ্রহণ করা; (সুযোগের) সদ্ব্যবহার করা। শূন্যস্থানে of বসিয়ে বাক্যটির বাংলা: সে সুযোগের সদ্ব্যবহার করল।
1056. I had no difficulty (to find) their house
to find
to finding
in finding
for finding
ব্যাখ্যা: Hints: Difficulty in + verb + ing হলো সঠিক ধারা। সুতরাং প্রদত্ত verb-এর সঠিক
form in finding / In finding যোগে বাক্যটির বাংলা: তাদের বাড়ি খুঁজে পেতে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু তারা বলত যে লোকজনের প্রায়ই সমস্যায় পড়ে।
1057. Voting took place peacefully---most of the country.
across
besides
into
for
ব্যাখ্যা: Hints: Across most of the country অর্থ দেশের সর্বত্র। Across যোগে প্রদত্ত বাক্যটির অর্থ: দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলো।
1058. We were at a disadvantage--- that we did not have a very good knowledge of the language the others were using.
by
for
in
with
ব্যাখ্যা: Hints: In that অর্থ for the reason that (কারণে)। শূন্যস্থানে in বসিয়ে বাক্যটির অর্থ: অন্যরা যেভাবে ভাষা জ্ঞান ব্যবহার করছিল সেরূপ আমাদের ভাষা জ্ঞান না থাকার কারণে আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিলাম।
1059. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?
মৃদু-সৌম্য
উন্মীলন-নিমীলন
অনৈক্য-বিভেদ
অনাবৃত-উন্মুক্ত
1060. Technology has developed --- great speed.
on
at
in
by
ব্যাখ্যা: Hints: At great speed অর্থ দ্রুত গতিতে। শূন্যস্থানে at বসিয়ে বাক্যটির বাংলা: প্রযুক্তি দ্রুতগতিতে উন্নত হয়েছে।