EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
101. Fill in the blank with appropriate preposition: Jobs are hard to come these days.
by
with
to
from
ব্যাখ্যা: সঠিক উত্তর: ক. by
102. The construction of a temporary structure required to support an unsafe structure is called (বিপদগামী কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে বলে)
underpinning
scaffolding
shoring
jacking
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিপদগ্রন্থ কাঠামোকে সাপোর্ট দেবার জন্য এবং এর দূর্বল ভিত্তিকে শক্তিশালী করার জন্য বাঁশ বা স্টিলের তৈরি যে সাপোর্ট বা ঠেকনা দেওয়াল নিমাণ করা হয় তাকে শেরিং বলে। এককথায় বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শেরিং বলে। সঠিক উত্তর: গ.
104. সাম্প্রতিক দুটি বড় গ্যাসক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় আবিষ্কৃত হয়েছে?
ভোলা
চট্টগ্রাম
সিলেট
কুমিল্লা
ব্যাখ্যা: তথ্য: ভোলার উত্তর প্রান্তে ভেদুরিয়া নামক স্থানে নতুন ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের (থ্রি ডি সাইসমিক সার্ডে) তথ্যের ভিত্তিতে। এটি দেশে আবিষ্কৃত ২৭ তম গ্যাসক্ষেত্র। ক্ষেত্রটির নাম দেওয়া হয়েছে' ভোলা নর্থ'।
105. কনক্রিট দ্রুত বহন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ট্রিপার
ক্রেন
বেল্ট কনভেয়র
ট্রাক
ব্যাখ্যা: ব্যাখ্যা: বেল্ড কনভেয়র একটি চলমান বেল্ট। এটি সর্বদা চলমানভাবে কনক্রিট বা অন্যান্য মাল বহন করে। সঠিক উত্তর: গ.
106. দুটি ইটকে পরষ্পর আঘাত করলে ধাতব শব্দের মতো শব্দ করলে এবং সহজে ভেঙ্গে না যায় তাহলে তা কোন শ্রেনীর ইট?
প্রথম শ্রেণী
দ্বিতীয় শ্রেণী
তৃতীয় শ্রেণী
পিকড ঝামা
107. ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
১৯৬ বর্গসেমি
১৪৬ বর্গসেমি
৯৮ বর্গসেমি
৪৯ বর্গসেমি
ব্যাখ্যা: তথ্য: বৃত্তের ব্যাস হবে = ৭+৭=১৪ সে.মি আমরা জানি, বর্গের কর্ণ = V2.a বর্গের ক্ষেএফল a² সুতরাং, বর্গের কর্ণ, V2.a = 14 ➤ a=14/v2 ➤ a²=(14/v2)² ➤ a² = ৯৮ বর্গসেমি
108. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
গীতালি
মরীচিকা
কনাকাঞ্জলি
হোমশিখা
ব্যাখ্যা: তথ্য: গীতালি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার" গীতাঞ্জলি পর্ব" এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
109. আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?
খোয়াবনামা
অন্য ঘরে অন্য স্বর
দোজকের ওম
চিলেকোকোঠার সেপাই
ব্যাখ্যা: তথ্য: চিলেকোকোঠার সেপাই বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস। এটি ছিলো তার প্রথম উপন্যাস।
110. সমষ্টিবাচক বিশেষ্যপদ কোনটি?
খাতা
সভা
পাখি
ঢাকা
111. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯২২ সালে
১৯২৩সালে
১৯২০সালে
১৯২১সালে
ব্যাখ্যা: তথ্য: স্যার সলিমুল্লাহর দান করা ৬০০ একর জমিতেই ১৯২১ সালে
112. 'It has been raining hard all day'. This is an example of -
Present indefinite tense
Present perfect continuous tense
Present continuous tense
Present perfect tense
113. একটি কলম নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% বিক্রি করে। যদি কলমের নিমার্ণ ব্যয় ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
১৪৪ টাকা
১৪৮ টাকা
১৪০ টাকা
১৬৪ টাকা
ব্যাখ্যা: তথ্য: খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = (1০০+ 100 x100 =১২০ টাকা। খুচরা বিক্রেতার ক্রয়মূল্য বা খুচরা মূল্য = (120+120 x 20/100) টাকা =(১২০+২৪)=১৪৪ টাকা
114. কোন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি?
কঠিন
তরল
বায়বীয়
শূন্য
115. পানি পথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
রক্তাক্ত প্রান্তর
পরাক্রম
বিদ্রহী পদ্মা
নীল দর্পন
ব্যাখ্যা: তথ্য: রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
116. Which one of the following is written by William Shakespeare?
Sons and Lovers
Pride and Prejudice
Man and Superman
Romeo and Juliet
ব্যাখ্যা: তথ্য: রোমিও অ্যান্ড জুলিয়েট (ইংরেজি: Romeo and Juliet) হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক উলিয়াম শেকসপিয়ার রচিত একটি বিয়োগান্তক নাটক, যা গড়ে উঠেছে দুজন প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করে। পরবর্তীকালে তাদের মৃত্যু বিবাদমান দুই পরিবারকে একত্রিত করে।
118. ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি?
আমার ভাইয়ের রক্তে রাঙানো
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
স্মৃতির মিনার
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
ব্যাখ্যা: তথ্য: কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা। এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরি।
119. পদার্থের ভর ও শক্তি সম্পর্কিত E = MC² সূত্রটি আবিষ্কার করেন কে?
নিউটন
আইনস্টাইন
স্টিফেন হকিং
ডারউইন
ব্যাখ্যা: ব্যাখ্যা: পদার্থের ভর ও শক্তি সম্পর্কিত সূত্রটি হলো, কোন বস্তুকে আলোর বেগে গতিশীল করলে ঐ বস্তুর সমস্ত ভর শত্তিতে রুপান্তরিত হবে। আইনস্টাইন এই সূত্রটি আবিষ্কার করেন। সঠিক উত্তর: খ.